AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘SIR’-এর পিছিয়ে দুই কলকাতা, পিছিয়ে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রও

SIR In WB: কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে ২০ শতাংশ করে মানুষের ফর্ম ফেরত এসেছে। কোথাও তাঁদের পাওয়া যায়নি, তাঁরা অন্যত্র রয়েছেন, মৃত ভোটার রয়েছেন। কলকাতা দক্ষিণের ক্ষেত্রে বালিগঞ্জে ৯.৭ শতাংশ, ভবানীপুরে ১০ শতাংশ, রাসবিহারীতে ১০ শতাংশ, পোর্ট এলাকা খিদিরপুর-সংলগ্ন এলাকায় ১২ শতাংশ মানুষে ফর্ম ফেরত এসেছে।

'SIR'-এর পিছিয়ে দুই কলকাতা, পিছিয়ে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রও
এসআইআরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 11:12 AM
Share

কলকাতা: এসআইআর নিয়ে মুখ ফেরাচ্ছে কলকাতা। রাজ্যে সবচেয়ে বেশি ফর্ম ফেরতে এগিয়ে রয়েছে কলকাতা। দুই কলকাতা মিলিয়ে ২০ শতাংশ করে আনকালেক্টেবল ফর্ম। বাদ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিধানসভা কেন্দ্র। ১০ শতাংশের বেশি নো ম্যাপিং কলকাতা দক্ষিণে। সারা রাজ্য জুড়ে এসআইআর-এর ফর্ম ম্যাপিংয়ে ৯৭ শতাংশ সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু কলকাতায় দেখা যাচ্ছে, একেবারেই বিপরীত চিত্র।

কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে ২০ শতাংশ করে মানুষের ফর্ম ফেরত এসেছে। কোথাও তাঁদের পাওয়া যায়নি, তাঁরা অন্যত্র রয়েছেন, মৃত ভোটার রয়েছেন। কলকাতা দক্ষিণের ক্ষেত্রে বালিগঞ্জে ৯.৭ শতাংশ, ভবানীপুরে ১০ শতাংশ, রাসবিহারীতে ১০ শতাংশ, পোর্ট এলাকা খিদিরপুর-সংলগ্ন এলাকায় ১২ শতাংশ মানুষে ফর্ম ফেরত এসেছে।

বুধবারের মধ্যেই ‘আনকালেক্টেবল ডেটা’ এক দিনে বেড়েছে তিন লক্ষ। মোট ৫০ লক্ষ ২২ হাজার ৪১০ জনের নাম বাদের সম্ভাবনা রয়েছে। মৃত ২২ লক্ষ ৯২ হাজার মৃত। স্থানান্তরিত ১৭.৫ লক্ষ। নিখোঁজ ৮ লক্ষ। ডুপ্লিকেট ১.২ লক্ষ। ৫০ লক্ষ ২২ হাজার ৪১০ বাদের তালিকায় চিহ্নিত রয়েছে। ৯৮.৩৭ শতাংশ ফর্ম ডিজিটাইজ হয়ে গিয়েছে।

কেন এত বেশি একদিনে বাদ গিয়েছে? ১) এন্ট্রি প্রায় শেষ। গতি বেড়েছে। ৯৮% ডিজিটাইজ। ২) চেকিং রি চেকিং বাড়ানোর নির্দেশের জেরে ফের তথ্য চেক করেছেন বিএলও। 3) দার্জিলিং, হাওড়া ৮ শতাংশ আনকালেক্টেড। ৪) দক্ষিন ২৪ পরগণায় ‘নো ম্যাপিং’ মানে সেল্ফ বা প্রজেনি করতে পারেনি, তার সংখ্যা ২৭ লক্ষ। এর মধ্যে কলকাতা দক্ষিণে ১০ শতাংশ।