কলকাতা: উচ্চ প্রাথমিক মামলায় স্বচ্ছতার সঙ্গে লিস্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নামের পাশে প্রার্থীদের প্রাপ্ত নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার ফের সেই মামলার শুনানি। তার আগে প্রকাশ করা হবে উচ্চ প্রাথমিকের নতুন ইন্টারভিউ লিস্ট। আগামিকাল, বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশ মেনে আগামিকাল দুপুর ১২ টায় তালিকা প্রকাশ করা হবে।
নম্বর নিয়েই অভিযোগ ছিল প্রার্থীদের। মামলায় আভিযোগকারীরা জানিয়েছিলেন, নম্বর বেশি থাকা সত্ত্বেও ওই তালিকায় জায়গা হয়নি অনেকের। অথচ, অপেক্ষাকৃত কম নম্বর পেয়েও অনেকের নাম তালিকায় উঠেছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলেছিলেন, ‘স্বচ্ছতার সঙ্গে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করুন, আমি অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহার করে নেব। নম্বর দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি যাদের আবেদন খারিজ করা হয়েছে তাদের তালিকা, নম্বর এবং খারিজের কারণ দিয়ে প্রকাশ করতে হবে। সাত দিনের মধ্যে এই তালিকা তৈরি করে আসার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
আরও পড়ুন: ‘বাবুল, দেবশ্রী আজ খারাপ’! বার্লাকে ঠাঁই দেওয়ায় মমতার তোপ, ‘বিনাশকালে বুদ্ধিনাশ’
দীর্ঘদিন ধরেই আইনি জটে আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর গত ২১ জুন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ শতাংশ পার্শ্বশিক্ষক সংরক্ষণ বাদ দিয়ে মোট ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগ হবে। যদিও সেই নিয়োগ শুরুর আগেই নতুন করে না থমকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই মামলায়।