Vande Bharat Express: শুক্রর সকালে দেরিতে চলবে বন্দে ভারত, আগেই জানিয়ে দিল রেল
Vande Bharat Express: বন্দে ভারতের আগে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী সবথেকে দ্রুতগামী ট্রেন হিসাবে পরিচিত ছিল শতাব্দী এক্সপ্রেসের। শতাব্দীর উত্তরবঙ্গ যেতে সময় লাগে ৮ ঘণ্টা। বন্দে ভারত সেখানে যাচ্ছে সাড়ে ৭ ঘণ্টায়।

কলকাতা: বাংলায় যাত্রা শুরুর পর থেকেই বন্দে ভারত নিয়ে বরাবরই তুঙ্গে রয়েছে উন্মাদনা। টিকিটের চাহিদাও মারাত্মক। এরইমধ্যে হাওড়া-পুরী, হওড়া-নিউ জলপাইগুড়ির পর হাওড়া-রাচি ও হাওড়া-পটনা নতুন দুটি বন্দে ভারতের যাত্রা শুরু হয়েছে বাংলা থেকে। তা নিয়েও নতুন করে চড়েছে উন্মাদনার পারদ। হাওড়া থেকে সকাল ৬টা নাগাদ যাত্রা শুরুর পর মাত্র সাড়ে সাত ঘণ্টায় এই সেমি-হাইস্পিড ট্রেন পৌঁছে যায় জলপাইগুড়ি। এমনকী অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের লেট রেকর্ড প্রায় নেই বললেন চলে। কিন্তু, তালটা কাটল রেলের নতুন বিজ্ঞপ্তিতে।
শুক্রবার সকালে যে বন্দে ভারত এক্সপ্রেসটির হাওড়া থেকে ছেড়ে জলপাইগুড়ি যাওয়ার কথা রয়েছে সেটি ১ ঘণ্টা দেরিতে চলবে। সোজা কথায়, শুক্রবার সকালে হাওড়া থেকে এনজিপিগামী বন্দে ভারত সময় পিছিয়ে গিয়েছে। ৫:৫৫ মিনিটের বদলে ৬:৫৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে পূর্ব রেল।
বন্দে ভারতের আগে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী সবথেকে দ্রুতগামী ট্রেন হিসাবে পরিচিত ছিল শতাব্দী এক্সপ্রেসের। শতাব্দীর উত্তরবঙ্গ যেতে সময় লাগে ৮ ঘণ্টা। এদিকে এবার কৃষক বিক্ষোভের জেরে নর্দান রেলওয়ের বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে গিয়েছে। তালিকায় রয়েছে জম্মু-তাওয়াই এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, কালকা নেতাজি এক্সপ্রেস। ২৯ তারিখ পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানানো হয়েছে।
