VHP Protest: ‘ওরা যদি মনে করে হিন্দুদের সংগঠন দুর্বল, তাহলে ভুল করছে’, রাজপথে গর্জে উঠল বিশ্ব হিন্দু পরিষদ
VHP Protest: এদিন সকালে প্রথম জমায়েত হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। তারপর সেই মিছিল শিয়ালদহ ফ্লাইওভার ধরে তা এগিয়ে যায় কলেজ স্কোয়ারের দিকে। সেখানেও এদিন জমায়েত দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদের তরফে।

কলকাতা: কাশ্মীরে হিন্দু পর্যটক হত্যার প্রতিবাদে এবার রাজপথে নামল বিশ্ব হিন্দু পরিষদ। শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের তরফ থেকে আয়োজন করা হল প্রতিবাদ মিছিলের। বিভিন্ন জায়গা থেকে আসা সাধু, সন্ন্যাসীদের এদিনের মিছিলে যোগ দিতে দেখা যায়। নিহত বিতান অধিকারীর ছবি হাতে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য়দের।
এদিন সকালে প্রথম জমায়েত হয় শিয়ালদহ স্টেশন চত্বরে। তারপর সেই মিছিল শিয়ালদহ ফ্লাইওভার ধরে তা এগিয়ে যায় কলেজ স্কোয়ারের দিকে। সেখানেও এদিন জমায়েত দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদের তরফে। কলেজ স্কোয়ারে এই শিয়ালদহের মিছিল পৌঁছানোর পর দু’টি মিছিল একযোগে ধর্মতলার উদ্দেশে এগিয়ে যাবে। এছাড়া হাওড়া ও বেহালা থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা প্রতিবাদ মিছিলের ডাক দেন।
‘পাকিস্তানের দালালদের চামরা, গুটিয়ে নেব আমরা’, ‘হিন্দু হিন্দু ভাই’, এদিনের মিছিল থেকে একাধিক স্লোগানও উঠতে থাকে। এদিন মিছিল থেকেই ক্ষোভের সুরে এক সাধু বলেন, “বাংলায় যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, যেভাবে কাশ্মীরে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে আমরা সবকিছুর প্রতিবাদ করছি। ওরা যদি মনে করে হিন্দুদের সংগঠন দুর্বল, তাহলে ভুল করছে।”
