Election Commision: বহুতল-বস্তি-নতুন টাউনশিপে ভোটগ্রহণ কেন্দ্র করতেই হবে, স্পষ্ট নির্দেশ কমিশনের

Election Commision: কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের মধ্যে ভোটার সংখ্যা বৃদ্ধি হলে সেই অনুযায়ী করতে হবে পদক্ষেপ। বাস্তবতা মাথা রেখেই বহুতল আবাসন, বস্তি, নতুন টাউনশিপের জন্য নতুন ভোটকেন্দ্র তৈরি করতে হবে।

Election Commision: বহুতল-বস্তি-নতুন টাউনশিপে ভোটগ্রহণ কেন্দ্র করতেই হবে, স্পষ্ট নির্দেশ কমিশনের
প্রতীকী ছবিImage Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Nov 28, 2025 | 10:28 PM

কলকাতা: ভোটের সময় আরও বেশি সংখ্যক ভোট গ্রহণ কেন্দ্র তৈরির ক্ষেত্রে নতুন ভাবনা-চিন্তা শুরু করেছে নির্বাচন কমিশন। বহুতলেও হতে পারে কেন্দ্র। ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত কমিশনের। এই খবরটা আগেই এসেছিল। এবার এল নির্দেশিকা। গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও বস্তি এলাকা, উঁচু বহুতল আসান, আর গেটেড কমপ্লেক্সে নতুন ভোটকেন্দ্র তৈরি করতে হবে। আর পুরো কাজ করতে হবে কমিশনের নির্দেশ মেনেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এল চিঠি। সেই চিঠিতেই স্পষ্ট নির্দেশের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। 

কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের মধ্যে ভোটার সংখ্যা বৃদ্ধি হলে সেই অনুযায়ী করতে হবে পদক্ষেপ। বাস্তবতা মাথা রেখেই বহুতল আবাসন, বস্তি, নতুন টাউনশিপের জন্য নতুন ভোটকেন্দ্র তৈরি করতে হবে।

এদিকে কমিশনের নতুন ভাবনা জানার পরেই তা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছিল। বহুতলে ভোটগ্রহণ কেন্দ্র কেন সেই প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই আলাদা করে আপত্তিও জানিয়েছিল তারা। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও হয়। বহুতলে বুথ হলে কি রিগিং করা যাবে না? তাই কি আপত্তি? পাল্টা প্রশ্ন তুলেছিল বিজেপি। ভোটের আবহে এ নিয়ে রাজনৈতিক মহলে প্রায়শই যখন নানাবিধ চর্চা চলছে তখন এক্কেবারে নতুন অর্ডারই দিয়ে দিল কমিশন। এখন দেখার ভোটের সময় তা কতটা বাস্তবের মুখ দেখে। 

এদিকে আসন্ন ভোটে যে বাংলায় বুথের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়ছে সেই খবর অনেক আগেই এসে গিয়েছিল। বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০ হাজারের সামান্য বেশি। এবার প্রায় আরও ১৪ হাজার বুথ বাড়তে চলেছে বলে খবর। সেই ক্ষেত্রের রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে বুথের সংখ্যা হতে পারে ৯৪ হাজারের বেশি।