
কলকাতা: কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ড। রাজনীতির কারবারিরা বলেন ভবানীপুর বিধানসভার অন্তর্গত সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। মুখ্যমন্ত্রীর বিধানসভার এলাকার এই ওয়ার্ডেই তৃণমূল বারবার একাধিক নির্বাচনে বিজেপির তুলনায় পিছিয়ে গিয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বণ্টনের সময় দেখা গিয়েছিল, এই ৭০ নম্বর ওয়ার্ড দিয়েই প্রসাদ বিলি শুরু হয়েছিল। এবারও ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ড দিয়েই এই বিধানসভার মধ্যে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি শুরু হল। আর তা নিয়েই চাপানউতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
এই ওয়ার্ডে অবাঙালি ভোটারের সংখ্যা অনেক। সেই অবাঙালি ভোটই কি তৃণমূলকে চাপে রাখছে? ৭০ নম্বর ওয়ার্ড নিয়ে কি কোথাও তৃণমূলের মধ্যেও সংশয় তৈরি হয়েছে? যে কারণেই যে কোনও প্রকল্প ভবানীপুর বিধানসভায় হোক বা গোটা কলকাতায়, এই ৭০ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে? রাজনীতির কারবারিদের মধ্যে ঘুরছে প্রশ্ন।
গুজরাটি সম্প্রদায়ের মানুষ এই ওয়ার্ডে কলকাতার মধ্যে সর্বাধিক। অন্যান্য অবাঙালি সম্প্রদায়ের মানুষও যথেষ্ট পরিমাণে রয়েছে। সেই ভোট ব্যাঙ্ককে টার্গেট করেই কি এই ওয়ার্ড নিয়ে এত সক্রিয়তা শাসকদলের? সে কারণেই জোর দেওয়া হচ্ছে ৭০, ৭১, ৭২ এর মত ওয়ার্ডগুলিতে? খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। ভোটের মুখে এই কর্মসূচি কেন তা নিয়ে তুলছে প্রশ্ন। কলকাতায় শনিবার ১০, ৪৮, ১৩ এবং ৭০ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হল। খোদ মেয়র ফিরহাদ হাকিম শুধুমাত্র এই ওয়ার্ডে এসেই কর্মসূচির সূচনা করলেন। সেখান থেকেই বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, বিরোধীরা জানে হেরে যাবে। তাই ওদের বাহানা চাই। তাই এসব বলছে।