Water Supply in Kolkata: শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ, জানিয়ে দিলেন মেয়র

Water Supply: আগামী ৩১ জানুয়ারি শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা,কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা,পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। যার প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে। এদিন সে কথা জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Water Supply in Kolkata: শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ, জানিয়ে দিলেন মেয়র
কী বলছেন ফিরহাদ? Image Credit source: TV 9 Bangla & Social Media

| Edited By: জয়দীপ দাস

Jan 29, 2026 | 8:04 PM

কলকাতা: আগামী শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ। গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের জল সরবরাহকারী পাইপগুলির বেশ কয়েকটি জায়গায় ত্রুটি মেরামত, নতুন ভালভের কাজ, রক্ষণাবেক্ষণ এবং একাধিক বুস্টার পাম্প মেরামত করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এই সামগ্রিক কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণেই আগামী ৩১ জানুয়ারি শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা,কালীঘাট, চেতলা, বাঁশদ্রনী, সেনাপল্লী, লালকা,পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। 

যার প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে। ৮ থেকে ১৪ বরোর সবক’টি ওয়ার্ডে সকাল ৯টা ৩০ মিনিটের পর থেকে জল বন্ধ থাকবে। অর্থাৎ টালিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার দিনভর পর্যন্ত আর জল পাবেন না। ‘কাট অফ’ চলবে দীর্ঘসময়। পরিস্থিতি স্বাভাবিক হতে হতে পরের দিন। অর্থাৎ রবিবার ১ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। তবে এর আগেও একাধিক বার পাম্পিং স্টেশনে কাজের জন্য এভাবে বন্ধ থেকে শহর কলকাতার জলের পরিষেবা। 

কাজ যে চলবে তা নিশ্চিত করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন, “গার্ডেনরিচে আমাদের কয়েকটা ভালব তৈরি করার রয়েছে সে কারণেই ৩১ তারিখ কাজ হবে। তার ছাপ পড়বে টালিগঞ্জ, বেহালা, চেতলা, রাসবিহারী, যাদবপুরের কিছুটা অংশের জন্য পরিষেবা বন্ধ থাকবে।”