AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Goverment Holi Day: করম পুজোয় সরকারি ছুটি, ঘোষণা নবান্নর, এই করম পুজো কী?

C M Mamata Banerjee: এ দিকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সেপ্টেম্বর মাসের শেষ দিকে টানা তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ ২৩ তারিখ শনি ও ২৪ তারিখ যেহেতু রবিবার পড়ছে সেই কারণে একটানা শনি-রবি-সোম তিনদিন ছুটির উপভোগ করবেন কর্মচারিরা। নবান্নর নির্দেশিকা অনুযায়ী, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে।

WB Goverment Holi Day: করম পুজোয় সরকারি ছুটি, ঘোষণা নবান্নর, এই করম পুজো কী?
সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 9:50 AM
Share

কলকাতা: করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা নবান্নর। মঙ্গলবার এই মর্মে নবান্নর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজভবনও রাজ্য সরকারের সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছে। এতদিন মূলত এই উৎসব যাঁরা পালন করতেন শুধু তাঁরাই ছুটি পেতেন। অর্থাৎ সেকশনাল ছুটি ছিল এটি। এবার থেকে এই ছুটি পাবেন প্রত্যেক সরকারি দফতরের কর্মীরা।

এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারি এই ছুটির ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “সবেবরাত ও করম পুজোয় ছুটি সরকারের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি মেনে নেওয়া হল।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সেই কারণে রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে। সব ধর্মকর্ম এবং সব কিছুর মিলনস্থল হল বাংলা।”

এ দিকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সেপ্টেম্বর মাসের শেষ দিকে টানা তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ ২৩ তারিখ শনি ও ২৪ তারিখ যেহেতু রবিবার পড়ছে সেই কারণে একটানা শনি-রবি-সোম তিনদিন ছুটির উপভোগ করবেন কর্মচারিরা। নবান্নর নির্দেশিকা অনুযায়ী, ২৫ তারিখ রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, পুরসভা এবং পঞ্চায়েত অফিসের কাজ বন্ধ থাকবে।

করম উৎসব কী?

মূলত গ্রাম বাংলাতেই ধুমধামের সঙ্গে পালন করা হয় এই করম উৎসব। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে মূলত ফসল কাটার উৎসব হিসাবে করম পরব পালিত হয়ে থাকে। এই বছর ২৫ সেপেম্বর পড়েছে দিন। ভারতের ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, অসম, ওড়িশায় পালনের পাশাপাশি এ রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহলে এই পুজো পালন করা হয়।