WB Health Department: ‘সবাইকে সবসময় খুশি করা যায় না’, স্বাস্থ্য অধিকর্তাকে সেই মূল্যই কি দিতে হল, জোর চর্চা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 28, 2022 | 10:39 PM

Swastha Bhawan: অজয়বাবুর কথায়, সবসময় তাঁদের নিজের কাজ করে যেতে হয়। সেক্ষেত্রে সবসময় সকলকে খুশি করে চলা যায় না।

WB Health Department: সবাইকে সবসময় খুশি করা যায় না, স্বাস্থ্য অধিকর্তাকে সেই মূল্যই কি দিতে হল, জোর চর্চা
চিকিৎসক অজয় চক্রবর্তী। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: বৃহস্পতিবারই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে বদলি করা হয়েছে উত্তরকন্যায়। এই বদলি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্যমহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন হঠাৎ করে স্বাস্থ্যকর্তা অজয় চক্রবর্তীকে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গে উত্তরকন্যার ডিরেক্টর অব হেলথ সার্ভিসেসের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। সেই প্রশ্ন আরও খানিকটা উস্কে দিল বদলির খবর পাওয়ার পর চিকিৎসক অজয় চক্রবর্তীর প্রতিক্রিয়া। তাঁর বক্তব্যের প্রতি ছত্রে লুকিয়ে বিশেষ বার্তা। যে বার্তা ইঙ্গিত দিচ্ছে, লড়াই কঠিন হলেও শিরদাঁড়া সোজা রেখে তা লড়ে যেতে হবে। অজয়বাবুর কথায়, সবসময় তাঁদের নিজের কাজ করে যেতে হয়। সেক্ষেত্রে সবসময় সকলকে খুশি করে চলা যায় না। একইসঙ্গে সদ্য প্রাক্তন স্বাস্থ্যকর্তা জানান, তিনি স্বাস্থ্য পরিষেবার সিস্টেমকে যে সম্মান করেন, সেটা আজীবনই থাকবে।

কী বলছেন অজয় চক্রবর্তী? বদলির খবর পাওয়ার পর তিনি বলেন, ‘আমার এই যাত্রাপথে সবাইকে পাশে পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সবসময় নিজের কাজ করে যেতে হবে। তাতে হয়ত সবাইকে সব সময় খুশি করা যায় না, আমিও নিশ্চয়ই সবাইকে খুশি করতে পারিনি। কিন্তু আমরা আমাদের সিস্টেমটাকে সম্মান করি। তাই এরকম যারা আমরা আমাদের সিস্টেমকে ভালোবাসি তারা চিরকালই আমাদের সিস্টেমের জন্য কাজ করে যাব। ফলের আশা নিজের জন্য নয়, সিস্টেমের জন্য। আমি যতদিন এখানে দায়িত্বে ছিলাম চেষ্টা করে গেছি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এই সিস্টেমটাকে উন্নত করার এবং একটি উন্নত মানের জনস্বাস্থ্যের পরিষেবা মানুষকে উপহার দেওয়ার।’ একইসঙ্গে উত্তরবঙ্গ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘উত্তরবঙ্গের জেলাগুলি দীর্ঘদিন ধরে উপেক্ষা আর বঞ্চনার অভিযোগ করে আসছে। দেখা যাক যদি সেখানে আরও সার্বিক উন্নতি করা যায়। এই প্রচেষ্টায় আমি জানি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।’

আপাতত ডিরেক্টর অব হেলথ সার্ভিসেস পদ সামলাবেন চিকিৎসক সিদ্ধার্থ নিয়োগী। তাঁর প্রশংসা করেই অজয়বাবু জানান, ‘সিদ্ধার্থ নিয়োগী অত্যন্ত ভাল মানুষ এবং কর্মদক্ষ। তাঁর হাতে স্বাস্থ্যসাথী প্রকল্প অনেক দোষ ত্রুটি শুধরে নিতে পেরেছে। হসপিটাল এডমিনিস্ট্রেশন ব্রাঞ্চে জয়েন করার পরই তিনি গতি এনেছেন যাতে ডাক্তারবাবুরা সঠিকভাবে রোস্টার অনুযায়ী ডিউটি করেন, হাসপাতালগুলির পরিষেবা উন্নত হয়। আগামিদিনে তার হাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আরও অনেক উন্নতি করবে এই ব্যাপারে আমি নিশ্চিত।’

আরও পড়ুন: WB Health Department: রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে হঠাৎই বদলি, ‘বিশেষ কারণে’ই কি কলকাতা থেকে সোজা উত্তরকন্যায়?

আরও পড়ুন: CM Mamata Banerjee: ইউক্রেন ফেরত পড়ুয়ারা কে কোথায় পড়বেন ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি দুই শ্রমিককেও

 

Next Article