কলকাতা: পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করে! এমন অভিযোগ তুলেছেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বিষয়গুলির দিকে নজর দেওয়ার নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি বৈঠক ডাকেন রাজীব কুমার। একাধিক পুলিশ অফিসার সেই বৈঠকে অংশ নেন বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের একাধিক ইস্যুতে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি পুলিশে ‘সংস্কারের’ পক্ষেও সওয়াল করেন তিনি। আর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ সব কমিশনারেটের সিপি, জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলে এদিন তিনি সকলকে জানিয়ে দেন।
সূত্রের খবর, ডিজি স্পষ্ট করে দিয়েছেন, বেআইনি, অর্গানাইজড ক্রাইম এবং স্মাগলিং-এর মতো অপরাধের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়।
বিগত বেশ কয়েকটি ঘটনায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলের নেতা থেকে সাধারণ মানুষের অনেকের মুখেই এই অভিযোগ শোনা যাচ্ছিল। তবে, অভিযোগ আলাদা মাত্রা পায় যখন ফিরহাদ হাকিম, সৌগত রায়দের মতো শাসক দলের প্রথম সারির নেতাদের মুখেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। আর এবার খোদ মমতার অভিযোগ, পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে।