AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Higher Secondary: ‘দুৰ্ভাগ্যের…! পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে…’, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিনই প্রশাসনের তরফ থেকে বড় ঘোষণা! কী হল?

WB Police: প্রসঙ্গত, তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।  রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। এদিকে, এসএফআই 'আক্রান্ত' হওয়ার পাল্টা অভিযোগ তোলে।

Higher Secondary: 'দুৰ্ভাগ্যের...! পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে...', উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের দিনই প্রশাসনের তরফ থেকে বড় ঘোষণা! কী হল?
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Mar 02, 2025 | 2:10 PM
Share

কলকাতা: রাত পোহালেই শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই রাজ্য পুলিশের তরফ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জারি করা হল সতর্কবার্তা।  ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেসবুক পেজে লেখা হয়, “আমাদের শুধু এটুকুই বলার – পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না। নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।”

প্রসঙ্গত, তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।  রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। এদিকে, এসএফআই ‘আক্রান্ত’ হওয়ার পাল্টা অভিযোগ তোলে। প্রতিবাদে প্রথমে অবস্থান, পরে সোমবার রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দেয় এসএফআই।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের আঁচ রবিবার ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার বামপন্থী ছাত্র সংগঠনগুলির বনধ্ ডেকেছে। আর এই বনধ্ ঘিরে আবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য পুলিশ। তাই আগেভাগেই সতর্কতা অবলম্বন করা হয়েছে।


রাজ্যের সর্বত্র সোমবার সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।  পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে বাড়তি নজরদারি। রাস্তায় কোনওরকম অসুবিধা, সমস্যা হলে নিকটবর্তী পুলিশকর্মীদের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেউ কোনও সমস্যা করলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।