Weathet Forecast: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস?
রবিবার থেকে কলকাতার আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

কলকাতা: আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শনিবার বিকালে এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস (Alipore Weather Office)। মূলত, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ মূলত পশ্চিমের জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কলকাতা (Kolkata), হাওড়া (Howrah) সহ সংলগ্ন জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal) এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। বরং ভারী বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের মতো এদিন রাতেও বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝুঁকি এড়াতে পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। রবিবার কেবল দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ অর্থাৎ আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জায়গায় আবহাওয়ার উন্নতি হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরেও এদিন রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ হালকা মাঝারি হবে। ৩ তারিখ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আগামিকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। একেবারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
