Weather latest Update: আজও বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি, হাওয়া অফিস দিল পূর্বাভাস
Weather Update: তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি হাওড়া ,কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার দু'এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

কলকাতা: মঙ্গলের মধ্য রাতে প্রবল বৃষ্টি। বুধের সকালেও মেঘলা আকাশ। তবে ভ্যাপসা গরম কিন্তু কাটছে না। গতকাল বৃষ্টির পরও ভ্যাপসা গরমের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে আবহাওয়ার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস,আগামী ৬ থেকে ৭ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি হাওড়া ,কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শহর কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আজও কাল। কিন্তু এরপর ফের তাপমাত্রা আবার বাড়বে।
অপরদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। বাকি তিন জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি পাঁচ জেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ১০ তারিখ দার্জিলিং,জলপাইগুড়ি,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার এই পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

