Weather Latest Update: শুক্রবার থেকে লেপের ভিতর ঢুকতে তৈরি থাকুন, শীত দিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

Weather Update: হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, উত্তরে হাওয়া জোরদার হতেই বেড়েছে শীতের দাপট। শুক্রবার পুরুলিয়া,বীরভূম,পূর্ব ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। ১৪-১৫ ডিসেম্বর চার জেলায় ছাড়াও বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা।

Weather Latest Update: শুক্রবার থেকে লেপের ভিতর ঢুকতে তৈরি থাকুন, শীত দিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
কেন পরকীয়ায় জড়ান মহিলারাImage Credit source: Erdark/E+/Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 4:51 PM

কলকাতা: শীত কবে আসবে? শীত কবে আসবে? বারবার এই প্রশ্ন করেছেন শীতপ্রেমীরা। কারণ বেশ কয়েকদিন আগে নিম্নচাপের বৃষ্টির বাধা হয়ে দাঁড়িয়েছিল শীতের পথে। তবে সেই কাঁটা সরতেই পড়তে শুরু করেছে ঠান্ডা। আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, শুক্রবার থেকে বাংলায় শৈত্যপ্রবাহের সতর্কতা।

হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, উত্তরে হাওয়া জোরদার হতেই বেড়েছে শীতের দাপট। শুক্রবার পুরুলিয়া,বীরভূম,পূর্ব ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। ১৪-১৫ ডিসেম্বর চার জেলায় ছাড়াও বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা। শনিবার ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে।

এ দিকে, বৃহস্পতিবার থেকেই ঠান্ডায় কাঁপছে গোটা শহর। হালকা হলেও অনুভূত হচ্ছে শীত। ঠান্ডায় কালিম্পংকে টেক্কা দিয়েছে পুরুলিয়া। বীরভূম-পুরুলিয়ার পারদ নামল ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতন ৯.২ ডিগ্রি, কালিম্পং ৯.৩ ডিগ্রি। ১০ ডিগ্রিতে নামল বর্ধমান, ঝাড়গ্রামের তাপমাত্রা। উত্তর শহরতলির দমদমের তাপমাত্রা ১৩ ডিগ্রি। এ দিকে, ঠান্ডার পাশাপাশি ছিল কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে দেখা গিয়েছে ঘন কুয়াশা। আগামিকালও তার অন্যথা হবে না বলেই মনে করছে হাওয়া অফিস।