Weather News Update Today: বাংলায় এই ৫ জেলার জন্য ‘বড়’ সতর্কতা, দুপুরের পর থেকেই ঘুরতে থাকবে পরিস্থিতি, লেটেস্ট আপডেট পড়ুন
Weather News: হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের উপর এখন ঘূর্ণাবর্ত অবস্থান করছে। রয়েছে ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার দুয়ের জেরেই ঝড়-বৃষ্টি জেলায় জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে দক্ষিণবঙ্গে।
কলকাতা: ভরা বসন্তে বৃষ্টিতে নাজেহাল বাংলা। মঙ্গলবার রাত থেকে গোটা বঙ্গে ব্যাপক বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ ভিজেছে গোটা বঙ্গ। এরই মধ্যে বড় সতর্কতা জারি হল বাংলায়। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৩ মার্চ পর্যন্ত হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এ দিকে বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮.৯ ডিগ্রিতে। রাতের মহানগরীতে বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপ্রদেশের উপর এখন ঘূর্ণাবর্ত অবস্থান করছে। রয়েছে ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার দুয়ের জেরেই ঝড়-বৃষ্টি জেলায় জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে দক্ষিণবঙ্গে। ২৩ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
কোথায় কোথায় বৃষ্টি
বুধবার: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা বাতাস। তবে আজ উত্তরবঙ্গে বইতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। গোটা রাজ্যে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে।
শুক্রবার: দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়িতে, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
শনিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ওই দিন জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।