West Bengal Weather: কখন ঘোষণা করা হয় ‘কোল্ড ডে অ্যালার্ট’? স্বাভাবিকের উপরে কবে উঠবে বাংলার পারদ
Winter Update: পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি ঢেকে থাকবে ঘন কুয়াশায়। এছাড়া শীতল দিনের পরিস্থিতি জারি থাকছে এখনও। গত সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন বা কোল্ট ডে অ্যালার্ট জারি করা হয়েছিল। সপ্তাহের শুরুতে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের পাশাপাশি দমদমেও ছিল শীতল দিন।

কলকাতা: গত কয়েকদিন ধরেই বাংলায় হাঁড় কাঁপানো শীত। দিনের বেলা রোদ উঠলে তাপমাত্রা একটু বাড়লেও অন্ধকার নামার সঙ্গে সঙ্গে কাঁপুনি ধরাচ্ছে উত্তরে হাওয়া। শীতপ্রেমীদের জন্য একেবারে জমে গিয়েছে জানুয়ারি। কিন্তু অনেকেই ভাবছেন, এত শীত আর কতদিন চলবে? আলিপুর হাওয়া অফিসের আপডেট বলছে, হাড়কাঁপানো শীত থেকে এখনই মুক্তি নেই। অন্তত ৪-৫ দিন তো তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই।
সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রাজ্য জুড়ে স্বাভাবিকের নীচেই থাকবে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে আগামী তিন দিন স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি কম থাকবে। তারপর সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গে পারদ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকবে আপাতত।
এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি ঢেকে থাকবে ঘন কুয়াশায়। এছাড়া শীতল দিনের পরিস্থিতি জারি থাকছে এখনও।
গত সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন বা কোল্ট ডে অ্যালার্ট জারি করা হয়েছিল। সপ্তাহের শুরুতে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের পাশাপাশি দমদমেও ছিল শীতল দিন। শুক্রবার মালদহেও ছিল একই পরিস্থিতি। আজ, শনিবারও মালদহ এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে শীতল দিনের পরিস্থিতি থাকতে পারে।
শীতল দিন বা কোল্ড ডে তখনই ঘোষণা করা হয়, যখন সংশ্লিষ্ট জায়গার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সাড়ে চার ডিগ্রি বা তার নীচে থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে।
