কলকাতা: বছরের শেষ রবিবারে শীতের ঝোড়ো ব্যাটিং। পারদ আরও নামল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ এই মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১.২। স্বাভাবিকের থেকে অনেকটাই কম।
আরও পড়ুন: বছর শেষে শীতের ঠকঠকানি চলবেই, আজ তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
সপ্তাহের শুরুতে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪। আর সপ্তাহান্তে তা আরও কমল দশমিক ২ ডিগ্রি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা গড়াতেই তা কেটে যাবে।
ডিসেম্বরে উত্তরে হাওয়ার দাপট পাহাড় থেকে সমতল সর্বত্রই। হাওয়া অফিসের পূর্বাভাস, আরও জাঁকিয়ে পড়বে শীত। যার প্রভাব পড়বে দুই বঙ্গেই। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে চলছে শৈতপ্রবাহ। ঠাণ্ডার এবারের স্পেল একেবারে কনকনে। একই দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। পূর্বাভাস যা, তাতে দশের নিচেও নামতে পারে পারদ। কলকাতার বাতাসে রয়েছে জলীয়বাষ্পও. সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।
আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও, বছর শেষে বঙ্গের সঙ্গী শীত
ওদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হরিয়ানা, চণ্ডীগঢ়, হিমাচল প্রদেশ ও ভূস্বর্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর সহ লাদাখে বরফপাত হতে পারে টানা ৪৮ ঘণ্টা। এছাড়া, আন্দামান -নিকোবরে রয়েছে ভারী বৃষ্টির আভাস।