বছর শেষে শীতের ঠকঠকানি চলবেই, আজ তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কনকনে ঠান্ডা আর সূর্যের আদুরে উত্তাপ গায়ে মেখে সপ্তাহান্তে ভিড় বাড়ছে শহরের বিনোদন পার্কগুলিতে। চিড়িখানা, ভিক্টোরিয়া, তারামণ্ডলের সামনে সকাল থেকেই কচিকাচাদের হইচই।

বছর শেষে শীতের ঠকঠকানি চলবেই, আজ তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 9:41 AM

কলকাতা: ফের জাঁকিয়ে ঠান্ডার (Winter) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (Weather Office)। আগামী দু’দিন এই পরিস্থিতি চলতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ও সোমবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তাপমাত্রা নামতে পারে পাঁচ ডিগ্রি পর্যন্ত। এর প্রভাবে বাংলায় বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

আরও পড়ুন: ‘বাংলাদেশের জিডিপি দেখুন, বাংলাদেশীরা ভারতে অনুপ্রবেশ করে না’

শনিবার সকালে কলকাতায় সামান্য কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়তেই রোদের ঝলক। আকাশ পরিষ্কার থাকায় দুপুরের পর থেকেই নামবে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু’ ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে ছিল, ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।

শনিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে উত্তর পশ্চিম ভারতে। রবিবার ও সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এর জেরে কনকনে ঠান্ডায় কাঁপতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলি।

আরও পড়ুন: পাহাড় থেকে পিকনিক সেরে ফেরার পথে গাড়িতে ভয়াবহ আগুন, মৃত এক

শীতের ঠকঠকানি আর সূর্যের আদুরে উত্তাপ গায়ে মেখে সপ্তাহান্তে ভিড় বাড়ছে শহরের বিনোদন পার্কগুলিতে। চিড়িখানা, ভিক্টোরিয়া, তারামণ্ডলের সামনে সকাল থেকেই কচিকাচাদের হইচই। ২০২০ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন। গোটা বছরটাই করোনার চোখ রাঙানি, লকডাউনের বন্দিদশায় কেটেছে রাজ্যবাসীর। বছর শেষের আনন্দটা তাই পুরোদমে উপভোগ করতে পথে নেমেছে তারা। যদিও চিকিৎসকরা বারবারই সতর্ক করছেন। তাঁদের আবেদন, এ বছরটা ঘরেই উপভোগ করুন। স্বাস্থ্যবিধি মেনে থাকুন। আসছে বছর আবার তো হবেই।