শক্তি বাড়িয়েছে নিম্নচাপ! আগামী ২৪ ঘণ্টার জন্য বড় পূর্বাভাস আবহাওয়া দফতরের

Weather Update: ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শক্তি বাড়িয়েছে নিম্নচাপ! আগামী ২৪ ঘণ্টার জন্য বড় পূর্বাভাস আবহাওয়া দফতরের
নিজস্ব চিত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 28, 2021 | 1:48 PM

কলকাতা: শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপর সরে গিয়েছে নিম্নচাপ (Weather Update)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ বাংলা পেরিয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে সরবে।

ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ড, বিহার, ছত্তিসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও।

গত ২৪ ঘণ্টায় ক্যানিংয়ে বৃষ্টি হয়েছে ১৩১ মিলিমিটার। বৃহস্পতিবার থেকে হবে অতি ভারী বৃষ্টি। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সর্তকতা রয়েছে উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে। ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার দু-এক পশলা অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমানের ঝাড়গ্রাম জেলাগুলিতেও।

এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদীর জল স্তর বাড়তে পারে। কলকাতা-সহ বিভিন্ন পুরসভার এলাকাগুলিতে কিছু এলাকা জলমগ্ন হতে পারে। অন্যান্য জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে। আরও পড়ুন: বঙ্গ রাজনীতিতে মমতার অবদান কতটা? ‘জাগো বাংলা’য় কলম ধরলেন অনিল-কন্যা