Weather Update: শহরে সকাল থেকে আকাশের মুখ ভার, প্রবল বর্ষণে ভাসছে উত্তর

Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের তরফে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণের জেলাগুলিতে তুলনায় বৃষ্টি কিছুটা কম হবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: শহরে সকাল থেকে আকাশের মুখ ভার, প্রবল বর্ষণে ভাসছে উত্তর
কলকাতার আকাশImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 9:29 AM

কলকাতা: প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের জেলাগুলি। বিশেষ করে একেবারের উপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে মুশলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণের জেলাগুলিতে তুলনায় বৃষ্টি কিছুটা কম হবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবার থেকে একটু একটু করে কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

রবিবার পর্যন্ত উত্তরের সর্বত্র বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা উত্তরবঙ্গের জন্যই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়ে রেখেছে হাওয়া অফিস। সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে উত্তরের জেলাগুলি। আজ (শনিবার) দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও মালদায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভাসবে মালদাও। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

আগামিকালও পাহাড় ও ডুয়ার্সে অর্থাৎ উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। কয়েকদিনের নাগাড়ে বৃষ্টির জেরে পাহাড়ি জেলাগুলিতে বেশ কিছু জায়গায় ধস নামার আশঙ্কাও থেকে যাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে পার্বত্য জায়গাগুলিতে দৃশ্যমানতাও কিছুটা কমে যেতে পারে। প্রবল বর্ষণের জেরে উত্তরের জেলাগুলিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে দক্ষিণের জেলাগুলিতে তুলনামূলকভাবে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমবে এবং একটু একটু করে বাড়বে তাপমাত্রা। আগামিকাল থেকে দক্ষিণের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আবার বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

শহর কলকাতায় ও শহরতলির বেশ কিছু জায়গায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা ও শহরতলিতে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামিকাল থেকে তাপমাত্রা বাড়বে শহর ও শহরতলিতে এবং একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।