Weather Update: আজ সন্ধ্যা নামলেই দুর্যোগ! ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি কলকাতা-হাওড়া-হুগলিতে
Weather Update: আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, অসম, রাজস্থান ও মধ্যপ্রদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত, জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত।

কমলেশ চৌধুরী ও শৌভিক সরকারের রিপোর্ট
কলকাতা: ফের দুর্যোগের পূর্বাভাস। কলকাতা সহ রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে জারি হল কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হল আলিপুর আবহাওয়া দফতরের তরফে। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্য জেলাতেও বৃষ্টি শুরুর পূর্বাভাস রয়েছে।
শুধু বৃষ্টি নয়, ঘনঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বৃহস্পতিবার পুরুলিয়ার মানবাজারে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণে নয়, পূর্বাভাস অনুযায়ী, ঝড়-বৃষ্টির শুরু হয়েছে উত্তরবঙ্গেও।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি সম্ভাবনা আছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তথা কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, অসম, রাজস্থান ও মধ্যপ্রদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত, জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত। আগামী ২৪ শে মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে। এইসব জেলাতেই দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।
আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।





