Weather Update: বাংলাতেও দুর্যোগের খাঁড়া! দক্ষিণবঙ্গের ৬ জেলায় সতর্কতা, কতদিনের মধ্যে বিপর্যয়? কী বলছে হাওয়া অফিস
Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটাও আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণাবর্তের বৃষ্টিতে আমন রোপণে গতি আসার সম্ভাবনা রয়েছে।

কলকাতা: রাজ্যে রাজ্যে বর্ষা-বিপর্যয়। অগাস্ট-সেপ্টেম্বরে আরও বিপর্যয়ের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বর্ষার বাকি দু’মাসে ৬ শতাংশের বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও অতিবৃষ্টির আভাস রয়েছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর দিল বড় খবর। গাঙ্গেয় বাংলার ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, আর তাতেই সক্রিয় বর্ষা। চলছে নাগাড়ে বৃ্ষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটাও আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণাবর্তের বৃষ্টিতে আমন রোপণে গতি আসার সম্ভাবনা রয়েছে। এমনিতেই জুন-জুলাই মিলিয়ে বর্ষায় ৪০ শতাংশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর বলছে, বর্ষার বাকি ২ মাসে ৬ শতাংশের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দেশে। বর্ষার প্রথম দুমাসে গোটা দেশে বৃষ্টি বেশি হলেও, বাংলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। কিন্তু মৌসম ভবন বলছে, এবার আগামী ২ মাসে দক্ষিণবঙ্গেও বর্ষা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, অল্প সময়ে যদি বেশি বৃষ্টি হয়, তাহলে বাংলার ক্ষেত্রেও বিপর্যয়ের খাঁড়া। বুধবার বিকালের পর থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে টানা চলতে থাকে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে তো বাড়ছে আশঙ্কা।





