Weather Update: সকাল থেকে হাড় কাঁপানো ঠান্ডা, পৌষের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শীতের

Weather: মাঘের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর জলীয় বাষ্প ঢুকলেই আবার বাড়বে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলেও পারদ নেমেছে অনেকটাই। ৮-৯ ডিগ্রির ঘরে পশ্চিমাঞ্চলের পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update: সকাল থেকে হাড় কাঁপানো ঠান্ডা, পৌষের শেষবেলায় ঝোড়ো ব্যাটিং শীতের
রোদের তেজ বাড়ছেImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 10:55 AM

কলকাতা: সংক্রান্তির আগে নামল পারদ। পৌষের একেবারে শেষে ফিরল শীত। একদিনে ৩ ডিগ্রি পারদপতন কলকাতায়। আজ শুক্রবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ১০-১১ ডিগ্রির ঘরে নেমেছে পশ্চিমাঞ্চলের পারদ। শনিবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে এই দফাতেও শীতের আয়ু সাময়িক বলেই হাওয়া অফিস মনে করছে।

মাঘের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর জলীয় বাষ্প ঢুকলেই আবার বাড়বে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলেও পারদ নেমেছে অনেকটাই। ৮-৯ ডিগ্রির ঘরে পশ্চিমাঞ্চলের পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৮.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়াতেও শীতের ঝোড়ো ব্যাটিং। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমে আজ দাঁড়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা এই মরসুমের সর্বনিম্ন। প্রবল এই ঠান্ডায় রীতিমতো জবুথবু জেলা। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে উত্তুরে বাতাসের জোড়া ফলায় আজ সকাল থেকে রাস্তাঘাটে মানুষ অনেকটাই কম। সোয়েটার, চাদর, মাফলারে মুড়েছে জেলাগুলি। কলকাতাতেও একই ছবি।