Weather Update: পুজো দেখতে কি আজ ছাতা নিয়ে বেরতে হবে? কী বলছে আবহাওয়া দফতর?
Weather latest NEWS: আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি ওড়িশায় ঢুকে পড়েছে। ক্রমশ ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। ফলে আগামিকাল অর্থাৎ ষষ্ঠী থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে একেবারে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না আবহবিদরা। তাঁরা বলছেন, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে কি মাটি করতে আসরে নেমেছে নিম্নচাপ? পাঁচ দিন আগে মেঘভাঙা বৃষ্টি দেখেছে কলকাতাবাসী। সেই দুর্যোগ কাটিয়ে উঠে পুজোয় মেতে উঠেছেন সবাই। কিন্তু, বৃষ্টির হাত থেকে কি পুজোয় রেহাই পাবেন না বঙ্গবাসী? আজও (শনিবার) কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর?
আজ বৃষ্টির সম্ভাবনা নিয়ে মনখারাপের খবর দিল আবহাওয়া দফতর। ওড়িশায় গভীর নিম্নচাপের জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। বিকেল পর্যন্ত উপকূলে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকালের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই আকাশ আংশিক মেঘলা হতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা। বৃষ্টি হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে। বৃষ্টি না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি ওড়িশায় ঢুকে পড়েছে। ক্রমশ ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। ফলে আগামিকাল অর্থাৎ ষষ্ঠী থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তবে একেবারে বৃষ্টি হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না আবহবিদরা। তাঁরা বলছেন, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে নবমী নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ফলে নবমী নিশি থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। দশমীতে কলকাতা-সহ ১১ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিকে ভারী বৃষ্টি নিয়ে সতর্ক করছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি যে দর্শনার্থীদের বাঁধ ভাঙ উচ্ছ্বাসকে আটকাতে পারবে না, গতকালই তা দেখা গিয়েছে। অনেক দর্শনার্থীই বলেন, বছরে একবার পুজো হয়। তাই বৃষ্টি হলেও ঠাকুর দেখতে বেরবেন তাঁরা। প্রয়োজনে ছাতা নিয়ে বেরবেন। এই পাঁচদিন পুজোর আমেজে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বৃষ্টি।
