West Bengal Weather Update: কিছুক্ষণের মধ্যেই রাজ্যের এই জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 21, 2022 | 6:58 PM

West Bengal Weather Update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

West Bengal Weather Update: কিছুক্ষণের মধ্যেই রাজ্যের এই জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি!
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে ইতিমধ্যে স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (WeatherUpdate) । দেখা মিলবে কালবৈশাখীরও। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কখনও হালকা, কখনও বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তবে কলকাতার ক্ষেত্রে তেমনটা হয়নি। ভারী বৃষ্টিপাত তো দূর, ছিঁটে-ফোটাও দেখা মেলেনি শহরে। এখন প্রশ্ন কবে আসবে বৃষ্টি ? কবে জুড়াবে দহন জ্বালা?

কিন্তু সুখবর থাকছেই। আর এক থেকে দু’ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে কলকাতায় নয়, পশ্চিমের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু এই সবের মধ্যেও কলকাতায়ও বৃষ্টির সম্ভবনা উড়িয়ে দেয়নি হাওয়া অফিস।

আজকে আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর অনুকূল পরিবেশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। পাশাপাশি কলকাতায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখী। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আর বিকেল বা সন্ধ্যের দিকে দমকা হাওয়া, কালবৈশাখীর সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ।

অন্যদিকে, উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেল বা সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কালবৈশাখীর পূর্বাভাস। হতে পারে শিলা বৃষ্টি।

আরও পড়ুন: Balurghat Chaos: মদ্যপ অবস্থায় ‘দাদাগিরি’ পুরসভায়, তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারদের ‘হেনস্থা’ ইঞ্জিনিয়রকে

আরও পড়ুন: Nadia Death: হোটেল রুমের দরজা খুলে বাথরুমে ঢুকতেই যুবকের অবস্থায় স্তম্ভিত কর্মীরা!

Next Article
Teacher Arrested: ছাত্রী ব্যালকনিতে না এলে মন ভাল লাগে না স্যরের, এরপর যা পরিণতি হল শিক্ষকের…
Teacher Transfer Case: শিক্ষক বদলিতে ঘুষের দাবি, এখানেও বড় ষড়যন্ত্র? সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের