AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat Chaos: মদ্যপ অবস্থায় ‘দাদাগিরি’ পুরসভায়, তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারদের ‘হেনস্থা’ ইঞ্জিনিয়রকে

South Dinajpur: এদিন, দুপুরে পুরসভায় কাজ চলাকালীন ইঞ্জিনিয়ার শুভ মহন্তের ঘরে কয়েকজন ঠিকাদার আসেন।

Balurghat Chaos: মদ্যপ অবস্থায় 'দাদাগিরি' পুরসভায়, তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারদের 'হেনস্থা' ইঞ্জিনিয়রকে
ঠিকাদারদের হেনস্থা বালুরঘাট পুরসভায় (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 4:43 PM
Share

বালুরঘাট : এবার শাসক দল ঘনিষ্ঠ ঠিকাদারের ‘দাদাগিরি’ বালুরঘাট পুরসভায়। বালুরঘাট পুরসভার এক ইঞ্জিনিয়রকে মদ্যপ অবস্থায় হেনস্থা করার অভিযোগ শাসক দল ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট পুরসভার। ৭২ ঘণ্টার মধ্যে ফের বালুরঘাট পুরসভার কর্মীদের সঙ্গে এমন ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, এদিন কাজ বন্ধ করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। গোটা ঘটনায় পুরকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুরো ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি আইন আইনের মত চলবে বলেও জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

জানা গিয়েছে, আক্রান্ত পুরসভার ইঞ্জিনিয়রের নাম শুভ মহন্ত। এদিন, দুপুরে পুরসভায় কাজ চলাকালীন  শুভ মহন্তের ঘরে কয়েকজন ঠিকাদার আসেন। জানা গিয়েছে, তারা বিল সংক্রান্ত ও অন্য বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলেন। ওই সময় পুরসভার ইঞ্জিনিয়র শুভ মহন্তকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকী তাঁকে মারতে উদ্ধত পর্যন্ত হয়। অভিযোগ, যারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তারা সকলেই শাসকদল তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিকে, এই ঘটনা জানাজানি হতেই ফের পুরসভার কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। তাই এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হন কর্মীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বালুরঘাট পুরসভার এক কর্মীকে কর্তব্যরত অবস্থায় মারধর করার অভিযোগ উঠেছিল আইএনটিটিইউসি জেলা সভাপতি রাকেশ শীলের বিরুদ্ধে। সেই ঘটনার পর আজ বৃহস্পতিবার ফের এমন ঘটনা ঘটায় আতঙ্কিত পুরসভার কর্মীরা। এদিকে বালুঘাট পুরসভায় কর্মীদের সঙ্গে বারবার এমন ঘটনা ঘটায় কার্যত নির্বিকার পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

এমন ঘটনা ঘটার পর থেকেই আতঙ্কিত বালুরঘাট পুরসভার ইঞ্জিনিয়র শুভ মহন্ত বলেন, ‘যারা এমনটা করেছে তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না তার ঠিক জানা নেই। বিল সংক্রান্ত বিষয় নিয়ে তার কাছে এসেছিলেন। সেই সময় তাকে হঠাৎই অশ্লীল ভাষায় ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’ যদিও, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পাশাপাশি আইন আইনের মত চলবে বলেও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন।

আরও পড়ুন: Birbhum Student Death: বিশ্বভারতীর হোস্টেল থেকে উদ্ধার একাদশ শ্রেণির ছাত্রের দেহ, খুন হয়েছে, পরিবারের দাবি