Weather Update: মার্চ থেকেই কি তাপপ্রবাহের সম্ভাবনা বাংলায়? কী স্মরণ করাচ্ছেন আবহাওয়াবিদরা?

Weather Update: বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিন। কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে।

Weather Update: মার্চ থেকেই কি তাপপ্রবাহের সম্ভাবনা বাংলায়? কী স্মরণ করাচ্ছেন আবহাওয়াবিদরা?
কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2022 | 10:44 AM

কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে দার্জিলিঙ, কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বাড়বে দিনের তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিন। কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে। যার অভিমুখ রয়েছে শ্রীলঙ্কার দিকে।

বর্ষা আসার আগে এবছরে কেমন থাকবে আবহাওয়া? তাপপ্রবাহ নাকি কোনও সুখবর? নাহ, প্রাণান্তকর অবস্থা হবে। মার্চ থেকে মে তিন মাসে একটানা তাপপ্রবাহের আশঙ্কা কম বাংলায়। আবহাওয়াবিদরা তেমনটাই পূর্বাভাস দিয়েছেন। ৩ মাসে তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে। ৩ মাসে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। মার্চেও সর্বোচ্চ তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা।

মার্চে যত দিন যাবে, তত পারদ চড়বে। তবে এই উত্থান লাগামছাড়া হওয়ার সম্ভাবনা নেই। নিয়মিত ঝড়বৃ্ষ্টি, কালবৈশাখী তাপপ্রবাহের ক্ষেত্রে বাধা হতে পারে। সাহায্য করতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও। বঙ্গোপসাগরে বছরের প্রথম নিম্নচাপের প্রভাবে শুক্রবার মেঘলা হতে পারে বাংলায়। অভিমুখ যদিও শ্রীলঙ্কা-তামিলনাড়ু। ফলে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে আবহাওয়াবিদরা এও বলছেন, জলীয় বাষ্প রাজ্যে ঢুকলে শুকনো গরম থেকে রেহাই মিললেও ভ্যাপসা গরমে ভুগতে পারেন বঙ্গবাসী। যেমন গত পাঁচ বছরে হয়েছে।

২০১৬ সালের এপ্রিলে টানা তাপপ্রবাহে জর্জরিত হতে হয় কলকাতাকে। ৮ দিন তাপমাত্রা ছিল ৪০-এর ওপরে। সর্বোচ্চ ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এবার ‘১৬র পুনরাবৃত্তির আশঙ্কা নেই বললেই চলে।

আরও পড়ুন: অফিস গোয়ার্সদের জন্য দারুণ খবর! অ্যাপ ক্যাবের ভাড়া কমল অনেকটাই…এবার নয়া নিয়মে পয়সা উসুল যাত্রীদেরই

আরও পড়ুন: পুলিশের গাড়িতেই আগুন ধরালেন ওঁরা, পাশে তখন ক্ষতবিক্ষত, থেঁতলে যাওয়া চার-চারটে শরীর! তারপর…