কলকাতা: পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যাবে আবহাওয়া। শনিবার সকালে যেমন ঝলমলে রোদ, রবিবার থেকে তা বদলে যাবে পুরো। রবিবার বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজ্যের সব জেলায়। কিছু জেলায় সোমবার সকালেও মেঘলা আকাশ হালকা বৃষ্টি। বেলা বাড়লে পরিস্থিতির উন্নতি। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে স্বাভাবিকের ওপরেই থাকবে পারদ।
শনিবার সকালে খুব হালকা কুয়াশা, পরে পরিষ্কার হয় আকাশ। রবিবার মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে দিকে দু-এক পশলা বৃষ্টি হয়। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
রবিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কম। সোমবারের সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে দু-এক জেলায়।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি চলবে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ। বৃষ্টি হলেও তাপমাত্রা নতুন করে নামার কোন সম্ভাবনা নেই।
পশ্চিমী ঝঞ্ঝার পূর্ব দিকে সরে গিয়ে রবিবার সিকিমের ওপর দিয়ে যাবে। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া এবং পূবালি গরম হাওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং রাজস্থানে। রবিবার কোথাও আংশিক মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে ফের শুষ্ক আবহাওয়া শুরু হবে। পরিষ্কার থাকবে আকাশও।
আরও পড়ুন: Kolkata Fire: শাটারের নীচ থেকে গল গল বেরোচ্ছে ধোঁয়া, ফল ব্যবসায়ীর প্রায় দু’লক্ষ নগদ টাকা তখন ছাই