Weather Update: বরফ পড়বে! আশা দেখাল আলিপুর, নতুন ঝঞ্ঝায় বাড়ছে বিপত্তি

Weather Update: আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে নতুন ঝঞ্ঝার খবর, যার জেরে নতুন করে বাড়ছে তাপমাত্রা। মাঝ পৌষে বাংলা জুড়ে শীতের আমেজ দেখা গেলেও এই দফাতেও থিতু হবে না শীত।

Weather Update: বরফ পড়বে! আশা দেখাল আলিপুর, নতুন ঝঞ্ঝায় বাড়ছে বিপত্তি
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 10:03 AM

কলকাতা: শীত এবার কেবল লুকোচুরিই খেলছে। মাঝে মধ্যে দেখা পাওয়া গেলেও, আবার উধাও হয়ে যাচ্ছে ২-১ দিনেই। এবারও সেই একই খেলা। গত দু দিন ধরে উত্তরে হাওয়ার দাপটে তাপমাত্রা কমছিল হু হু করে। শীতপ্রেমী বাঙালি খুশি হয়েছিলেন। তবে সেই খুশিও বেশিদিনের নয়। রবিবার থেকেই আবারও বেড়ে যাবে তাপমাত্রা। বেশ অনেকটাই চড়বে পারদ। তারই মধ্যে একটা আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে নতুন ঝঞ্ঝার খবর, যার জেরে নতুন করে বাড়ছে তাপমাত্রা। মাঝ পৌষে বাংলা জুড়ে শীতের আমেজ দেখা গেলেও এই দফাতেও থিতু হবে না শীত। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে আগামী রবিবার থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। নতুন ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোগানও কমবে। ফলে ঠাণ্ডা আবার গায়েব।

এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে থাকবে বৃষ্টির সম্ভাবনাও। এরই মধ্যে আশার খবর হল, বরফ পড়বে দার্জিলিংয়ে। চলতি সপ্তাহে বা হলেও, আগামী সপ্তাহের শুরুর দিকেই বরফ পড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যাঁরা ওই সময়ে পাহাড়ের টিকিট কেটেছেন, তাঁরা উপভোগ করতে পারবেন সেই দৃশ্য। বিক্ষিপ্ত হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

অন্যদিকে, উত্তর ভারত জুড়ে চলছে ঘন কুয়াশার দাপট। দিল্লির পালামে শূন্যে নেমেছে দৃশ্যমানতা। দিল্লিতে সফদরজংয়ে দৃশ্যমানতা মাত্র ৫০ মিটার। পালাম ছাড়াও আগ্রা, গোয়ালিয়র, চণ্ডীগড়, শ্রীনগর, কুশিনগর, গোরক্ষপুর, অমৃতসর, পাঠানকোটেও দৃশ্যমানতা শূন্য। গাড়ি চলাচল করতে পারছে না রাস্তায়।