কলকাতা: রাজ্য জুড়ে নামছে পারদ। রাতে আর ভোরে মিলছে শীতের আমেজ। কিন্তু বেলা বাড়লেই ফের কপালে জমছে ঘাম। কলকাতাতে আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে। আর এদিকে জেলায় ১৫ ডিগ্রির নীচে নামল পুরুলিয়ার পারদ। পাহাড়েও পারদ ৮-এর নীচে। তবে এরই মধ্যে আবার খারাপ খবর। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ আরও বাড়ছে। জেলায় জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে । পুরুলিয়ার পারদ ১৪ ডিগ্রি ছুঁল। আবহাওয়াবিদদের কথায়, হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও পড়ছে।
রাতে ও সকালের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে। হালকা কাঁথা গায়ে চাপিয়ে শুতে হচ্ছে। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। এরকম পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন।
পুরুলিয়ায় তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। পানাগড় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুর ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ১৭ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দীঘা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস । ক্যানিং ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
দার্জিলিঙে রাতের তাপমাত্রা 8 ডিগ্রির নিচে নেমে ৭.৯ ডিগ্রি। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক ও শীতল আবহাওয়া। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট ও বাড়বে।
কলকাতায় আজ থাকবে পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে । সকালের দিকে মনোরম পরিবেশ। এরকমই পরিবেশ থাকবে আগামী কয়েকদিন। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে শীতের আমেজ থাকবে। দিনের বেলায় রোদ থাকবে এবং দিনের বেলা তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কালীপুজোর ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে। আগামী চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকবে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস দিয়েছিলেন, কালীপুজোর সময় থেকেই এবার হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। আমাদের ছোটবেলার মতো এবছরও কালীপুজোয় সেই শিরশিরে অনুভূতি মিলেছে, যা গত কয়েক বছরে অমিল ছিল।
আরও পড়ুন: Nandigram: ‘শহিদ নিশিকান্তকে খুন করিয়েছেন শুভেন্দুই’, নন্দীগ্রাম রাজনীতিতে চাঞ্চল্যকর মোচড়
আরও পড়ুন: Purba Bardhaman: রাতেই ঝলসে গিয়েছে দেহ, সকাল বেলায় মহিলার দগ্ধ দেহ দেখে শিউরে উঠছেন এলাকাবাসী