AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: বাড়তে শুরু করেছে তাপমাত্রা, এখনই কি শীত বিদায়? খুশির খবর শোনালেন না আবহাওয়াবিদরা

Weather Update: তাপমাত্রা বাড়ার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি আজ দুপুরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে।

Weather Update: বাড়তে শুরু করেছে তাপমাত্রা, এখনই কি শীত বিদায়? খুশির খবর শোনালেন না আবহাওয়াবিদরা
এখনই কি শীত বিদায়? (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 10:12 AM
Share

কলকাতা: বড়দিনে বাড়বে তাপমাত্রা। পূর্বাভাস মতোই, গত দুদিন ধরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফের কবে নামবে তাপমাত্রা? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ফের নামবে তাপমাত্রা।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩,৬ ডিগ্রি সেলসিয়াস। সভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।শনিবার বড়দিনে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও শীতের আমেজ ভোগ করতে পারবে রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্জার কারণে তাপমাত্রা কিছুটা বাড়ছে। তবে এখনই শীত বিদায় নয়। জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে আবার নামবে তাপমাত্রার পারদ।

তাপমাত্রা বাড়ার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি আজ দুপুরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে। এই নিম্নচাপ অক্ষরেখা টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে যে কারণে তাপমাত্রার এই উত্থান।

একধাক্কায় ৩ ডিগ্রি নেমেছিল পারদ। ডিসেম্বরের এই সময় পনেরোর কোটাতেই থাকে তাপমাত্রা। দিনভর পরি,্কার আকাশ, কমবে রাতের তাপমাত্রা। কলকাতার সঙ্গে জেলার পারদও ছিল নিম্নমুখী। দুই থেকে তিন ডিগ্র তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে কমে গিয়েছিল। কিন্তু পরে তা বাড়তে শুরু করেছে গত দুদিনে। খোলা ময়দান পেয়েই শক্তিশালী হতে শুরু করেছে উত্তুরে-পশ্চিমী বাতাস। তাতেই নামছে পারদ। তাই শুধু আগমনী নয়, দিনকয়েক থিতুও হবে শীত।

পশ্চিমাঞ্চলে একাধিক জায়গায় তাপমাত্রা দশের নীচে নেমে গিয়েছিল। তাও বাড়তে শুরু করেছে। বড়দিনে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা। ঠান্ডা কমবে। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও পরিষ্কার আকাশ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন,বড়দিনের সময়ে তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য শহরে বেড়েছে তাপমাত্রা। আজ শুষ্ক আবহাওয়া রাজ্যে।

এতটা পারদ-পতন কলকাতায় শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। তার আগে ২০০৫ সালে।২০১৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ২০০৫ সালে ছিল ১৮.২ ডিগ্রি।

আরও পড়ুন: Gangasagar Mela: চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন, গঙ্গাসাগরে ই-স্নানেই ‘পুণ্য অর্জন’, ঘরে বসেই সন্ধ্যারতি দেখার সুযোগ!

আরও পড়ুন: Bikashranjan Bhattacharya on Deocha Pachami Project: দেউচা পাচামিতে ‘তৃণমূলী সন্ত্রাস’! ফেসবুকে বিস্ফোরক বিকাশরঞ্জন ভট্টাচার্য