Weather Update: ঘন কুয়াশায় ঢেকেছে শহর, দেরিতে চলেছে ট্রেন, ঘুরিয়ে দেওয়া হচ্ছে বিমানের যাত্রাপথ
Weather Update: মঙ্গলবার আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মঙ্গলবারের পর ২-৪ ডিগ্রি নামতে পারে পারদ। এই দফায় সপ্তাহান্ত পর্যন্ত ঠান্ডা আমেজ থাকার আশা। ১০-১২ জানুয়ারি নাগাদ নতুন ঝঞ্ঝার পূর্বাভাস। আর তাতেই ফের শীতের অনুভূতিতে ছেদ।
রঞ্জিত ধর ও অনন্ত চট্টোপাধ্যায়: সোমবারের সকাল। ঘন কুয়াশায় ঢেকেছে শহর। ৫০ মিটার দূরের জিনিসও সকালে দেখা যাচ্ছিল না স্পষ্টভাবে। আর কুয়াশার কারণেই ভোরের দিকে হিমশীতল ঠান্ডা। কিন্তু এই ঠান্ডার অনুভূতি দীর্ঘস্থায়ী নয়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পারদের ওঠানামা অব্যহত। সোমবার কলকাতার তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মঙ্গলবারের পর ২-৪ ডিগ্রি নামতে পারে পারদ। এই দফায় সপ্তাহান্ত পর্যন্ত ঠান্ডা আমেজ থাকার আশা। ১০-১২ জানুয়ারি নাগাদ নতুন ঝঞ্ঝার পূর্বাভাস। আর তাতেই ফের শীতের অনুভূতিতে ছেদ।
এদিন ঘন কুয়াশার কারণে সকালে দিকে ট্রেন ও বিমান পরিষেবা ভীষণভাবে ব্যহত হয়। ঘন কুয়াশার কারণে আগমনের ক্ষেত্রে তিনটি বিমান ঘুরিয়ে অন্যত্র বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। দিল্লি থেকে কলকাতা ইন্ডিগো বিমান সিক্স ই ২৭৮৮ নাগপুর বিমানবন্দরে অবতরণ করা হয়।
দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান ৬E৫০৪ ঘুরিয়ে ভুবেনশ্বর বিমানবন্দরে অবতরণ করানো হয়। হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান ৬E ৬৪৯৪ ঘুরিয়ে রায়পুর বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
ঘন কুয়াশায় শিয়ালদহ ও হাওড়া শাখার ট্রেন চলাচলও ব্যহত হয়। দূরের ট্রেনগুলি ভীষণভাবে দেরিতে চলে। কুয়াশার জন্য ঠিক মতো সিগন্য়াল দেখতে না পাওয়ায় ট্রেন ধীরে চলতে থাকে।
আপাতত শিয়ালদহ মেইন লাইনে ম্যানুয়াল সিগন্যাল দিয়ে ট্রেন পাস করানো হচ্ছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।