Weather Update: আগামী চার দিনেই বদলাবে হাওয়া! নভেম্বরের শেষ সপ্তাহেই শীত কি জাঁকিয়ে?

West Bengal Kolkata Weather Updates: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আপাতত সেটা শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে তার জেরে বাংলায় কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। উত্তর  ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Weather Update: আগামী চার দিনেই বদলাবে হাওয়া! নভেম্বরের শেষ সপ্তাহেই শীত কি জাঁকিয়ে?
শীতের কী আপডেট? Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2025 | 2:05 PM

কলকাতা:  রাজ্য জুড়েই এখন শীতের আমেজ। ভোরের দিকে পশ্চিমাঞ্চলের অনেক জেলাতেই তাপমাত্রা নামছে স্বাভাবিকের নীচে। বেলা বাড়লে রোদের দাপট রয়েছে বটে, কিন্তু সেভাবে গরম লাগছে না! সন্ধ্যার পর আবারও শিরশিরে ভাব! হালকা-পাতলা গরম জামা গায়ে চাপাতেই হচ্ছে আরকী! কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কবে? আলিপুর আবহাওয়া দফতর কিন্তু বলছে, এখনই ঠান্ডা পড়ছে না বাংলায়। সংক্রান্তি পেরলেই বাড়বে তাপমাত্রা।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আপাতত সেটা শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে।  বঙ্গে বাতাসের গতিপথও বদলাবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তুরে হওয়ার দাপট কমবে। প্রাধান্য পাবে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়া। তবে বাংলায় কোথাও বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। উত্তর  ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ।

সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এখন তাপমাত্রা নামার সেরকমভাবে কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই সপ্তাহটা মোটামুটি অর্থাৎ আগামী চার দিন দক্ষিণবঙ্গের প্রায় সবজেলাতেই রাতের দিকের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। রাতের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

কার্যত মাটি হতে পারে শীতের হিমেল পরশ। শনিবারের পর মেঘলা আকাশ। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরেকটি ঘূর্ণাবর্ত। পরবর্তী ৭২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। শীত পড়তে পড়তে তাহলে সেই ডিসেম্বরই হবে হয়তো! অন্ততপক্ষে যেমনটা পূর্বাভাস!