Weather Update: আবহাওয়ার বড় বদল, রবিবারেই ধাক্কা খাবে শীতল হাওয়া, ফিরছে গরম?
Weather Update: উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। আগামী ৬-৭ দিন চলবে এই শীতের আমেজ। সেখানে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

কলকাতা: গত কয়েকদিনে একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। শীতের দাপট শুরু না হলেও সকাল সন্ধ্যায় শিরশিরানির জেরে অনেকেই গরম জামাকাপড় বের করে ফেলেছেন। বন্ধ হয়েছে ফ্যানও। শনিবার সকালেও সেই শীতের আমেজ বেশ টের পাওয়া গেল। শীতল হাওয়ায় কোনও বাধা নেই। কিন্তু রবিবার থেকেই ঘুরবে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে।
শনিবার রাজ্যে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে। অবাধ পশ্চিমের শীতল হাওয়া বইছে। পশ্চিমী ঝঞ্ঝার পথে কোনও বাধা নেই। আপাতত বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি হয়নি, ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু আবহাওয়ার এই পরিস্থিতি বদলে যাবে ২৪ ঘণ্টার মধ্যেই।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল, রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদলে যাবে রাজ্যে। রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অর্থাৎ তাপমাত্রা চলে আসবে স্বাভাবিকের কাছাকাছি। পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও গরম হওয়া নিয়ে ঢুকবে পূবালী বাতাস।
রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কুয়াশা বাড়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে কুয়াশা। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে বলেও জানানো হয়েছে। বিশেষ করে খুব সকালের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেটি শ্রীলঙ্কার উপকূলে প্রভাব বিস্তার করেছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকাতেও তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত।
উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। আগামী ৬-৭ দিন চলবে এই শীতের আমেজ। সেখানে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আপাতত কলকাতার রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি নীচে। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে কলকাতায় পারদ ১৯/২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৯২ শতাংশ।
