AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: সাতসকালে সিআইএসএফের বুটের আওয়াজ, আচমকা রিষড়ায় ইডির হানা

| Updated on: Dec 17, 2025 | 10:03 AM
Share

Live Updates: ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। কৈলাশ কুমার ভার্মা নামে এক হুন্ডি কারবারি এখানে থাকেন বলে জানা যাচ্ছে। নেপথ্যে কোনও বেআইনি লেনদেন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Today Live: সাতসকালে সিআইএসএফের বুটের আওয়াজ, আচমকা রিষড়ায় ইডির হানা
চাপানউতোর এলাকায় Image Credit: TV 9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 17 Dec 2025 09:51 AM (IST)

    তৃণমূল পরিচালিত কাঁথি পৌরসভাকে শোকজ ফিরহাদের দফতরের, কেন?

    বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেক বাকি। তার আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার বিরুদ্ধে বড় পদক্ষেপ পৌর ও নগর উন্নয়ন দফতরের। একাধিক অভিযোগ পেয়ে কাঁথি পৌরসভাকে শোকজ করল ফিরহাদ হাকিমের দফতর। সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। যথাযথ উত্তর না পেলে কাঁথির পৌরবোর্ড ভেঙে দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

    বিস্তারিত: কাঁথি পৌরসভাকে শোকজ ফিরহাদের দফতরের, ভোটের আগে কেন এই তৎপরতা?

  • 17 Dec 2025 09:10 AM (IST)

    বাড়িতে ঢুকল ৬ আধিকারিক

    • স্থানীয় সূত্রে খবর, তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ নিয়ে পাঁচজন ইডি আধিকারিক ওই বাড়িতে ঢোকেন। দীর্ঘ সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। 
    • হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান বলেই জানা যাচ্ছে।
    • স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘদিন থেকেই এই পরিবার এখানে থাকে। কিন্তু খুব বেশি যে বাইরের লোকজনের সঙ্গে দেখা হয় এমনটা নয়। সকলের সঙ্গেও খুব বেশি কথাও বলেন না। Ed Raid (3)

সাতসকালেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের হানা রিষড়ায়। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের। কৈলাশ কুমার ভার্মা নামে এক হুন্ডি কারবারি এখানে থাকেন বলে জানা যাচ্ছে। নেপথ্যে কোনও বেআইনি লেনদেন কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

Published On - Dec 17,2025 9:08 AM