Weather Updates: বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Updated on: Mar 18, 2023 | 11:58 PM

দক্ষিণের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Weather Updates: বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি
প্রতীকী ছবি।

কলকাতা:  কলকাতায় (Kolkata) ধেয়ে এসেছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আগেই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। শুধু কলকাতা নয়, সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস সত্যি করে বৃষ্টিতে ভিজল তিলোত্তমা বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়ে হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আবার কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলাগুলিতে।

শনিবার রাত ৯টা নাগাদ হাওয়া অফিসের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর সহ সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। তার সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও পূর্বাভাস দেয় হাওয়া অফিস। সেই পূর্বাভাস মোতাবেক রাত সাড়ে ১০টা নাগাদ ঝমঝমিয়ে নামে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিও বৃষ্টিতে ভেজে। সঙ্গে চলে ঝোড়ো হাওয়া। তবে সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বেশি দেখা দেয়। কলকাতা সহ দক্ষিণের এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

এই খবরটিও পড়ুন

অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের কয়েকটি জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। মূলত, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই পূর্বাভাস মোতাবেক রাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ৩০ -৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শুরু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সমস্ত জেলার বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla