West Bengal Weather: বঙ্গোপসাগরে জন্ম নতুন নিম্নচাপের! শীতের টপকে খেলা ঘোরাতে ঢুকছে বৃষ্টি
West Bengal, Kolkata Weather Report: বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। যা আবার আগামী ৩৬ ঘণ্টার মধ্য়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। যার জেরে বৃষ্টি পড়বে সপ্তাহান্তে। আগামী শুক্রবার বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। শনিবার থেকে এর প্রভাব দেখা যাবে কলকাতা শহরেও।

কলকাতা: ভোরের দিকে হালকা শীত-শীত ভাব। মনে হতেই পারে যে বাঙালির প্রিয় ‘উৎসবের মরসুম’ একেবারে দোরগোড়ায় চলে এসেছে। তবে তেমনটা কিন্তু নয়। শীত নয়, বরং ফের আসছে নিম্নচাপ। আর বাংলা ও বাঙালির জন্য এই বৃষ্টিই এখন যেন ভবিতব্য। আগামী ৩৬ ঘণ্টার মধ্য়ে রাজ্য়ের আকাশে নতুন নিম্নচাপের প্রভাব।
জন্ম নিম্নচাপের
বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। যা আবার আগামী ৩৬ ঘণ্টার মধ্য়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। যার জেরে বৃষ্টি পড়বে সপ্তাহান্তে। আগামী শুক্রবার বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। শনিবার থেকে এর প্রভাব দেখা যাবে কলকাতা শহরেও। ছুটির দিন অর্থাৎ শনি ও রবিতে কলকাতা-সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
কোন জেলায় কবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রথম প্রভাব পড়বে দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে। এছাড়াও বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও সেই সংলগ্ন জেলাগুলিতেও। তবে বৃষ্টির পরিমাণ যে খুব একটা হবে এমনটা নয়। ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই বললেই চলে। যেটুকু ঝরবে গোটাটাই হালকা থেকে মাঝারি। এই সময়কালে উত্তরবঙ্গে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পঙের মতো পার্বত্য জেলাগুলিতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার রাজ্যের সব জেলায় হবে বৃষ্টিপাত।
নির্ঝঞ্ঝাট ভাইফোঁটা
বুধবার রয়েছে ভাইফোঁটা, তার আগে কিংবা পরে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। গোটা বাংলাজুড়েই থাকবে পরিষ্কার ও রোদ ঝলমলে আকাশ। ক্রমশ জলীয়বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে দু-এক জেলায় হালকা ধোঁয়াশা ও কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। আজও শহর ও শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।
