West Bengal Latest Weather: বর্ষা বিদায়ের আগেও ‘কাঁদিয়ে’ যাবে দক্ষিণবঙ্গকে, শুক্রবার থেকে ফের বৃষ্টি হবে এখানে
West Bengal, Kolkata Weather Report: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। যে ঘূর্ণাবর্তটি বাংলাদেশের কাছে ছিল সেটির শক্তি ক্ষয় হয়েছে। সেই কারণে আজ খানিক হলেও রোদ ঝলমলে আকাশ দেখা দিয়েছে। তবে আগামিকাল অর্থাৎ শুক্রবার ফের আকাশ মেঘলা হবে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা: ভয়াবহ বন্যার পর আপাতত বৃষ্টি থেকে স্বস্তি পাচ্ছে উত্তরবঙ্গ। আর সেখানে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গ এখনই রেহাই পাবে না বৃষ্টি থেকে অন্তত তেমনটাই পূর্বভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণের কোথায়-কোথায় বৃষ্টি? কতটা বৃষ্টি? কেনই বা বৃষ্টি? তবে কি আবারও নিম্নচাপ?
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। যে ঘূর্ণাবর্তটি বাংলাদেশের কাছে ছিল সেটির শক্তি ক্ষয় হয়েছে। সেই কারণে আজ খানিক হলেও রোদ ঝলমলে আকাশ দেখা দিয়েছে। তবে আগামিকাল অর্থাৎ শুক্রবার ফের আকাশ মেঘলা হবে। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। কারণ, আবারও উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর তার জন্যই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হবে বৃষ্টি। ইতিমধ্যেই বর্ষা বিদায়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে বর্ষা যাবে যাবে করছে। কিন্তু দক্ষিণবঙ্গ থেকে বিদায়ের আগেও বৃষ্টি হবে। কাঁদিয়ে ছাড়বে দক্ষিণবঙ্গকে।
কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার ও শুক্রবার আট জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
শনিবার- বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে।
তবে রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হব। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আজ কখনো রোদ্দুর আবহাওয়া কখনো আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১৪ মিলিমিটার।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
ভয়াবহ বন্যার পর অবশেষ স্বস্তির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে। সেখানে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা। বর্ষাও বিদায় নেওয়ার তোড়জোড় শুরু করেছে। ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। উইকেন্ডে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে। আরও কমবে বৃষ্টির সম্ভাবনা।
