West Bengal Weather Forecast: বর্ষা বিদায়ের এখনই সম্ভাবনা নেই, ফের বৃষ্টির পূর্বাভাস এই-এই জেলায়
West Bengal, Kolkata Weather Tomorrow: জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আর এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

কলকাতা: বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। বর্ষা কবে বিদায় নেবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু এখনই তেমন কোনও সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস। তবে কি আরও বৃষ্টি হবে? কী বলছে আপডেট?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী পাঁচ দিনে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই বাংলায়। অর্থাৎ বৃষ্টি চলবে। বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে ‘সাইক্লোনের সিজন’। অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়। এরপর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে হাওয়া বদল হয়ে শীত আসতে পারে ডিসেম্বরে। অন্তত তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া অফিস।
জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আর এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে শুক্রবার-শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা বাতাস। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও।
কলকাতায় শুক্রবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কাল সম্ভাবনা কম থাকবে। ফের শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবারেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মূলত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা বাতাস থাকতে পারে।
অপরদিকে, উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির আর কোনও সতর্কবার্তা নেই। আংশিক মেঘলা আকাশ। তবে কমবে বৃষ্টির সম্ভাবনা। আজ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে।
