West Bengal Weather: উত্তরের আবহাওয়া শোধরাতেই এবার দক্ষিণে ‘খেলা’ শুরু, কয়েক ঘণ্টাতেই আবার তুমুল বৃষ্টি নামবে?
West Bengal, Kolkata Weather Report: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতা: বর্ষার ছুটি হচ্ছে না। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর্ষা বিদায় নিচ্ছে না দেশ থেকে। বরং নিম্নচাপ, ঘূর্ণাবর্তের প্রভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। গত সপ্তাহ শেষে এই দুর্যোগ দেখেছে উত্তরবঙ্গও। দার্জিলিং, মিরিকে ভয়ঙ্কর বিপর্যয় নেমেছে। কমপক্ষে ২৮ জনের প্রাণহানি হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের আকাশ থেকে কেটে গিয়েছে দুর্যোগের মেঘ। আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া-
আজ কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৮ শতাংশ। সর্বনিম্ন আর্দ্রতা থাকবে ৮৬ শতাংশ। কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া-
আজ, সোমবার (৬ অক্টোবর) দুর্যোগের মেঘ কেটে গিয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছিল, আজ সকাল থেকে রোদ ঝলমলে উত্তরবঙ্গ।পাহাড় থেকে দেখা মিলেছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘারও। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছু অঞ্চলে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গোটা উত্তরবঙ্গেই হলুদ সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই, সঙ্গে বইবে দমকা হাওয়া। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধ ও বৃহস্পতিবারে কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার দু-এক জায়গা বাদে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
উত্তরের নিষ্কৃতি মিললেও দক্ষিণবঙ্গে কিন্তু আজও বৃষ্টি হবে। উপকূল জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আজও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এখনই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা-বিদায়ের সম্ভাবনা নেই। বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে।
আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সোমবার এবং কাল মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে। কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।
