West Bengal Assembly: মমতার বক্তব্য চলাকালীন ওয়াকআউট বিজেপির, ‘পালিয়ে গেলেন কেন?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
কলকাতা: পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার সেই আলোচনা ছিল বিধানসভায়। আলোচনার সময়ে মাঝ পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে শুরু করেছিলেন। সেই সময়েই একুশের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে মমতার কথায়। প্রশ্ন তোলেন, ‘নন্দীগ্রামের কথা ভুলে গিয়েছেন? নন্দীগ্রামের রেজাল্ট কী করে বদলে গেল লোডশেডিংয়ে? ভুলে গিয়েছেন? এত গায়ে লাগছে কেন?’ মমতার এই বক্তব্যের সময়েই বিজেপি বিধায়করা হইচই শুরু করে দেন বিধানসভার অধিবেশন কক্ষে। এরপরই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
ওয়াক আউট প্রসঙ্গে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলছেন, ‘এই প্রথমবার স্পিকার মুলতুবি প্রস্তাবের অনুমতি দিয়েছেন। পঞ্চায়েত ভোটে লাগামহীন সন্ত্রাস হয়েছে, ভোট লুঠ হয়েছে। আজ আলোচনার সময়ে মুখ্যমন্ত্রী বিষয়টি থেকে নজর ঘোরানোর জন্য পঞ্চায়েত হিংসা নিয়ে আলোচনা না করে নন্দীগ্রাম ইস্যু নিয়ে আলোচনা করছেন। কিন্তু বিষয়টি হাইকোর্টের বিচারাধীন। সেটি নিয়ে তিনি কীভাবে কথা বলছেন?’ বিজেপির বক্তব্য, এর আগেও যতবার তারা মুলতুবি প্রস্তাব দিয়েছিল, অধ্যক্ষ বিচারাধীন বিষয় বলে সেগুলিতে অনুমতি দেননি। তাহলে এক্ষেত্রে কীভাবে মুখ্যমন্ত্রী বিচারাধীন কোনও বিষয়ে মন্তব্য করলেন? সেই নিয়েই আপত্তি বিজেপির।
এদিকে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করলেও নিজের বক্তব্য চালিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘আমার তো বলার অধিকার আছে। কী করে দু’ঘণ্টা লোডশেডিং করে রেজাল্ট বদলে গেল? এই নিয়ে আদালতে মামলা চলছে।’ এরপর মুখ্যমন্ত্রী বিজেপিকে খোঁচা দিয়ে আরও বলেন, ‘পালিয়ে গেলেন কেন? কাল দিল্লি থেকে প্ল্যানিং করে এলেন? কী প্ল্যানিং করেছেন, তা পেয়ে গিয়েছি। বলব।’