ভোটার তালিকায় দু’জায়গায় নাম, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

কই সঙ্গে ভোটার (West Bengal Assembly Election 2021) তালিকায় দুই জায়গায় নাম রয়েছে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

ভোটার তালিকায় দু'জায়গায় নাম, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 3:56 PM

কলকাতা: একই সঙ্গে ভোটার (West Bengal Assembly Election 2021) তালিকায় দুই জায়গায় নাম রয়েছে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এবার শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দ্বারস্থ তৃণমূল (TMC)। এই নিয়ে ইলেক্ট্ররাল রেজিস্ট্রেশন অফিসারকে চিঠি দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

প্রথমে শুভেন্দুর ভোটার তালিকায় জায়গার নাম ছিল হলদিয়া ২০৯ নম্বর। হলদিয়াতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ২১০ নম্বরে ভোটার তালিকায় জায়গা পরিবর্তন করার জন্য আবেদন করেন। জায়গার নাম পরিবর্তিত হয়ে নতুন ভোটার কার্ড পেয়েও যান। সে কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু।

এরপর হলদিয়াতে শুভেন্দু মনোনয়নপত্র জমা দেন। তাতে তিনি নন্দীগ্রামেরই ভোটার বলে উল্লেখ করা রয়েছে। কিন্তু ব্লক লেভেল অফিসাররা মনোনয়নপত্রে উল্লেখিত নির্দিষ্ট জায়গায় খোঁজ করে জানতে পারেন, ওই এলাকায় ৬ মাস ধরে শুভেন্দু থাকেন না। পাশাপাশি দেখা যায়, ভোটার তালিকায় হলদিয়াতেও নাম রয়েছে তাঁর।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষ, করোনার বাড়তি সংক্রমণ রুখতে কী পদক্ষেপ নমোর?

নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি জানায় তৃণমূল। এ বিশয়ে কমিশনের কাছে নালিশও করেছে। উল্লেখ্য, কিছু দিন আগেই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়ন বাতিল করতে চেয়ে কমিশনের (Election Comission) দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু, প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে নিজেই কিছুটা অস্বস্তিতে পড়েন তিনি। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে বদলে অন্য এক ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের’ বিরুদ্ধে থাকা সিবিআই (CBI) মামলার কথা চিঠিতে উল্লেখ করেছেন তিনি।