মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষ, করোনার বাড়তি সংক্রমণ রুখতে কী পদক্ষেপ নমোর?
ফের মাইক্রো কনটেনমেন্ট জ়োন তৈরির পরামর্শ দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
নয়া দিল্লি: দেশে করোনার বাড়বাড়ন্ত রুখতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও মোদীর বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকের প্রথমেই নরেন্দ্র মোদী সাফ বার্তা, “রুখতে হবে করোনার দ্বিতীয় ঢেউ।” মূলত পাঁচ রাজ্যে দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। কিন্তু অন্যান্য রাজ্যগুলিতে মাথাচাড়া দিয়ে উঠছে মারণ ভাইরাস। তাই ফের মাইক্রো কনটেনমেন্ট জ়োন তৈরির পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
আরটিপিসিআর পরীক্ষায় জোর
মূলত দু’টি পদ্ধতিতে করোনা পরীক্ষা হয়। প্রথমটি আরটিপিসিআর ও দ্বিতীয়টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। কিন্তু নমোর সাফ কথা, ৭০ শতাংশ করোনা পরীক্ষা করতে হবে আরটিপিসিআর পদ্ধতিতে। ওড়িশা, কেরল, ছত্তিশগঢ় ও উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে এনে নমো জানান, পরীক্ষার সিংহভাগ করতে হবে আরটিপিসিআর পদ্ধতিতেই কারণ র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ হওয়ার পরও আরটিপিসিআর টেস্টে করোনা পজিটিভ এসেছে অনেকের নমুনা।
সব রাজ্যে জিনোম সিকোয়েন্স
দেশে এখন করোনার দু’টি অনুমোদিত প্রতিষেধকের টিকাকরণ চলছে। পাশাপাশি দেশে হানা দিয়েছে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা-সহ করোনার একাধিক স্ট্রেন। সেই স্ট্রেনের হালহকিকত জানতে প্রত্যেক রাজ্যে করোনার জিনোম সিকোয়েন্স করার পরামর্শ মোদীর। প্রধানমন্ত্রী বলেন, “সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের রাজ্যে সংক্রমিত হওয়া স্ট্রেন সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে।”
বন্ধ করতে হবে টিকা অপচয়
দেশে দ্রুত গতিতে টিকাকরণ হচ্ছে। তবে ভ্যাকসিনের অপচয় নিয়েও ৩ রাজ্যকে কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, “তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশে প্রায় ১০ শতাংশ ভ্যাকসিন অপচয় হচ্ছে। সেই ভ্যাকসিন অপচয় রুখতে হবে।” পাশাপাশি মোদীর বার্তা, “দাবাইভি অউর কড়াইভি।” একদম হালকা ভাষায় নমো বুঝিয়ে দিলেন, ভ্যাকসিন নিলেও করোনাবিধি মেনে চলতে হবে। তিনি জানান, এই মন্ত্র সকলকে মেনে চলতে হবে ওষুধ খেলেও রোগের নিয়ম মানতে হবে।
টিকাকরণে দ্রুততা
টিকাকরণের গতি বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি, দুই ধরনের ভ্যাকসিনেশন সেন্টারের ওপরই জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তবে করোনা রোখার বিষয়েও আত্মবিশ্বাসী নমো। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাঁর বার্তা, আগের মতো কিছু দিনের ব্যবধানে মিটিং ও করোনা রুখতে যা সবাই পালন করে এসেছে, তার পুনরাবৃত্তি করলেই রোখা যাবে করোনার দ্বিতীয় ওয়েভ। সবশেষে লকডাউনের সময়ে দেশবাসী যেভাবে তাঁর কথা মেনে চলেছিলেন, সেই মতো এবারেও সকলের কাছে সহায়তা প্রার্থনা করেন নমো।
আরও পড়ুন: কম্ব্যাট মিশনে বায়ুসেনার পাইলটের মৃত্যু