Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এখনও চূড়ান্ত হয়নি খসড়া! তৃণমূলের ইস্তাহার প্রকাশে আবারও বিলম্ব

নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2021) এখনও খসড়া চূড়ান্ত না হওয়ায় ইস্তাহার প্রকাশ করতে পারল না তৃণমূল (TMC)।

এখনও চূড়ান্ত হয়নি খসড়া! তৃণমূলের ইস্তাহার প্রকাশে আবারও বিলম্ব
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 6:13 PM

কলকাতা:  একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2021) এখনও খসড়া চূড়ান্ত না হওয়ায় ইস্তাহার প্রকাশ করতে পারল না তৃণমূল (TMC)। আগামী সপ্তাহে তা জনসমক্ষে আসতে পারে। দল সূত্রে খবর, ইস্তাহার হবে জনমুখী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে কিছু বিষয় তাতে যোগ করতে চান। আর তাতেই হল দেরি।

১১ মার্চ তৃণমূলের ইস্তাহার প্রকাশের কথা ছিল। কিন্তু ঠিক তার আগের দিনই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়া তা আর হয়ে ওঠেনি। এরপর দলীয় সূত্রে বলা হয় ১৪ মার্চ, তৃণমূলের নন্দীগ্রাম দিবসে ইস্তহার বেরোতে পারে। সেটাও হল না।

গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আগে সতর্ক তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের ইস্তাহারে কিছু নতুন প্রতিশ্রুতি রাখতে চান বলে খবর। যার মধ্যে থাকতে পারে, বিনা পয়সায় রেশন, বিদ্যুতের বিলে কিছু ছাড় এবং পরিকাঠামো উন্নয়নের ঘোষণা। উল্লেখ্য, ঘরে বসেই রেশনের চাল-ডাল, এ বার ভোটের ইস্তাহারে তেমনই প্রতিশ্রুতি দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন হল, দোকানে গিয়েই যখন রেশন মেলে না বেশির ভাগ সময়, তখন তা ঘরে আসবে কী করে? বস্তুত, অতীতে একাধিকবার রেশন-দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের। আর বঙ্গযুদ্ধে বিজেপির বড় অস্ত্রই হল চাল চুরির অভিযোগ। ফলে আশ্বাস আর প্রাপ্তির ফারাক মেটাতে বদ্ধপরিকর নেত্রী।

আরও পড়ুন: ‘এবারে নতুন ভোট দেখবেন আপনারা’, নন্দীগ্রাম দিবসে ইঙ্গিতপূর্ণ বার্তা শুভেন্দুর

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সফর সেরে আগামী বুধবার কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী। জল্পনা, ওইদিনই প্রকাশ করা হতে পারে তৃণমূলের ইস্তাহার। বাম-কংগ্রেস জোট ও বিজেপি, কেউই অবশ্য এখনও পর্যন্ত তাদের ইস্তাহার প্রকাশ করেনি।