AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MLA Hostel: ‘দয়া করে কেউ পানের পিক ফেলবেন না’, বিধায়ক হোস্টলের পার্ক উদ্বোধনে এসে বললেন স্পিকার

Biman Banerjee: পার্কের সৌন্দর্য যাতে নষ্ট না করা হয়, সেই বিষয়েও অনুরোধ করলেন স্পিকার। বললেন, 'দয়া করে এখানে কেউ পানের পিক ফেলবেন না।'

MLA Hostel: 'দয়া করে কেউ পানের পিক ফেলবেন না', বিধায়ক হোস্টলের পার্ক উদ্বোধনে এসে বললেন স্পিকার
বিমান বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 7:25 PM
Share

কলকাতা: বিধায়কেরা অধিবেশনে কাজ করার পর যাতে একটু খোলা আকাশের নীচে একটু সময় কাটাতে পারেন, সেজন্য বিধায়ক হোস্টেলে (MLA Hostel) সুসজ্জিত পার্কের উদ্বোধন করা হল। শুধু অধিবেশনের সময়ই নয়, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠকের জন্যও বিধানসভায় আসতে হয় জনপ্রতিনিধিদের। বিধানসভার কাজের পর ক্লান্ত হয়ে বিধায়করা যাতে একটু ভাল সময় কাটাতে পারেন, সেই জন্যই এই পার্কের বন্দোবস্ত। সবুজ ঘাসের কার্পেটে মোড়া পার্ক। পার্কের মাঝে রয়েছে একটি ফোয়ারাও। সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। বৃহস্পতিবার সেই পার্ক ও ফোয়ারার উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। সঙ্গে পার্কের সৌন্দর্য যাতে নষ্ট না করা হয়, সেই বিষয়েও অনুরোধ করলেন স্পিকার। বললেন, ‘দয়া করে এখানে কেউ পানের পিক ফেলবেন না।’ বিধায়কদের হোস্টেলের রান্নাঘরে গিয়ে সেখানকার দৃশ্য দেখে যে অধ্যক্ষ বেশ অসন্তুষ্ট হয়েছেন, সেই কথাও জানালেন নিজেই। বললেন, ‘কিচেনে গিয়ে আমি দেখেছি, সেখানে পানের পিকে ভর্তি হয়ে রয়েছে। এটা বাঞ্ছনীয় নয়।’

কিচেনে যে ধরনের দৃশ্য দেখা গিয়েছে, তার কোনও পুনরাবৃত্তি যাতে পার্কে না হয়, সেই কথাই এদিন বুঝিয়ে দিলেন স্পিকার। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, যাতে পার্কে গল্পগুজব করার সময় সুন্দর পরিবেশ বজায় থাকে, সেটির দিকে নজর রাখতে হবে। আর সেই কারণে, পার্কের সৌন্দর্য নষ্ট করা চলবে না। তাই যত্রতত্র পানের পিক ফেলে যাতে উদ্যানের পরিবেশ কেউ নষ্ট না করেন, সেই বিষয়টি উপস্থিত সকলকে স্মরণ করিয়ে দেন তিনি।

এছাড়া ক্যান্টনের খাবারের মান নিয়েও অধ্যক্ষের কানে বেশ কিছু অভিযোগ গিয়েছে। সেই কারণে টেন্ডার ডেকে নতুন ক্যাটারারকে দিয়ে ক্যান্টিন পরিচালনার বিষয়টি দেখা হচ্ছে বলেও জানালেন তিনি। এর পাশাপাশি অনেকে ঘরের ভিতরে রান্না করেন বলেও অভিযোগ পেয়েছেন তিনি। আগামীতে যাতে এমন না হয়, সেই অনুরোধ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘প্রয়োজনে আমি কঠোর হতে পারি। রান্নার সামগ্রী বাজেয়াপ্ত করতে পারি। কিন্তু সেটা আমি করতে চাইছি না। নিরাপত্তার কথা ভেবেও ঘরের ভিতর রান্না করবেন না।’  এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিধায়করা।