Ballygunge By-Election: ভোটার কার্ড কোথায়? বলতেই ঊর্ধ্বশ্বাসে ছুট তরুণীর, রইল ভিডিয়ো
Ballygunge: এমনকী সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোটারদের আনাগোনা রয়েছে বলেও অভিযোগ ওঠে। বিভিন্ন বুথে তাঁরা ঘুরছেন এমনও শোনা যায়।
বালিগঞ্জে উপনির্বাচন চলছে। মঙ্গলবার এই কেন্দ্রের বিশপ কলেজে ভুয়ো ভোটার ভোট দিতে এসেছিলেন বলে অভিযোগ উঠল। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই ওই তরুণী ছুটে পালিয়ে যান বলে অভিযোগ। অভিযোগ, এই কলেজের মধ্যে চারটি বুথে ঘোরাফেরা করছিলেন তিনি। এমনকী তাঁর পোশাকে শাসকদলের ব্যাজ লাগানো ছিল বলেও অভিযোগ। ভোটকেন্দ্রে উপস্থিত যাঁরা ছিলেন, তাঁরা জানান, ওই তরুণী নিজেকে পোলিং এজেন্ট বলে পরিচয় দেন। কিন্তু এরইমধ্যে অভিযোগ ওঠে, এই বিশপ কলেজে একাধিক পোলিং এজেন্ট ঘোরাফেরা করছে।
এমনকী সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোটারদের আনাগোনা রয়েছে বলেও অভিযোগ ওঠে। বিভিন্ন বুথে তাঁরা ঘুরছেন এমনও শোনা যায়। এরপরই এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম নিজে সেখানে পৌঁছন। সেখানে যাওয়ার পরই সাদা সালোয়ার কামিজ পরা এক তরুণীকে আটকে জানতে চান, কেন এখানে ঘুরছেন। প্রথমে ওই তরুণী নিজেকে পোলিং এজেন্ট বলে পরিচয় দিয়েছিলেন। এরপরই প্রার্থী জানতে চান, পোলিং এজেন্ট বুথের বাইরে ঘুরছেন কেন? এরপরই সংবাদমাধ্যম তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করতেই ছুটে বেরিয়ে যান। মাঝ রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকেন। একইসঙ্গে এক সবুজ পাঞ্জাবী পরা যুবককেও এদিন ভুয়ো ভোটার সন্দেহে আটকানো হয়। প্রশ্ন করতেই এদিক ওদিক কথা বলতে থাকেন।
সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম বলেন, “আমরা এক ভোটারকে ধরেছি। এখানে পোলিং এজেন্টরাও বুথে নেই। সব ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এক মহিলা ভোট দিয়ে এল। আবার তারা ভোট দিতে যায়। তৃণমূলের পোলিং এজেন্ট একাধিকবার ভোট দেওয়ার সুযোগ করে দেন।”
আরও পড়ুন: By-Election 2022 Voting Live Updates: কড়া নিরাপত্তায় আজ বালিগঞ্জ, আসানসোলে উপনির্বাচন