কলকাতা : রাজ্যপাল জগদীপ ধনখড়ের (WB Governor Jagdeep Dhankhar) নিত্য নতুন টুইটে কার্যত ‘বিরক্ত’ হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর তাই এবার কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিয়েছেন রাজ্যপালকে। বোঝাই যাচ্ছে, নবান্ন – রাজভবন সম্পর্ক কোন তলানিতে গিয়ে পড়েছে। আর এরই মধ্যে রাজ্য়পালকে ব্লক করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়ছেন না বঙ্গ বিজেপির নেতারা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) তো আবার মনে করছেন, রাজ্যপালের প্রশ্ন থেকে পালাতেই টুইটারে তাঁকে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সংবিধানের রক্ষক হিসাবে, রাজ্যপালের প্রশ্নগুলি যথেষ্টই বৈধ প্রশ্ন। তার জবাব দিতে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই জন্য মুখ্যমন্ত্রী তাঁকে ব্লক করে দিয়েছেন।”
এর পাশাপাশি, রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েও সরব হন বঙ্গ বিজেপির সভাপতি। এই সিদ্ধান্ত নিতে রাজ্যের অনেকটা দেরি হয়ে গিয়েছে বলে মনে করছেন তিনি। আরও আগে স্কুল খোলার দরকার ছিল বলেই মত তাঁর। এই নিয়ে রাজ্যকে বক্রোক্তি করে বলেন, ” (এই সিদ্ধান্ত) আগে নেওয়া উচিত ছিল।” মুখ্যমন্ত্রীর ‘এগিয়ে বাংলা’কে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা এগিয়ে বাংলায় নেই, আমরা আছি পিছিয়ে বাংলায়।” রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর ব্লক করা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “সাংবিধানিক এক্তিয়ার বহির্ভূত কোনও কিছু করছেন রাজ্যপাল, এমনটা মুখ্যমন্ত্রী বলতে পারেননি। বাংলার মানুষের মনের প্রশ্নগুলিকেই রাজ্যপাল তুলে ধরছেন। সংবিধানই তাঁকে এই দায়িত্ব দিয়েছে। রাজ্যপালের সেই প্রশ্ন থেকে পালিয়ে বাঁচার জন্যই ব্লক করেছেন মুখ্যমন্ত্রী।”
একইসঙ্গে তাঁর বক্তব্য়, “সংবিধান মেনেই রাজ্যপাল তথ্য চাইছেন। সেগুলি তো তাদের দিতে হবে। রাজ্য (সরকার) যদি সংবিধান বহির্ভূত কাজ করে, সেটা তো মেনে নেওয়া যাবে না। নির্বাচনে জিতেছি বলে তো লোকের মাথা কিনে নিয়েছি, এমন নয়।” আক্রমণের সুর আরও চড়িয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন তিনি তাঁর নিজের সম্পত্তি থেকে (মা) ক্যান্টিনে ডিম খাওয়াচ্ছেন না। তাই তাঁকে জবাবদিহি তো করতে হবে।”
আরও পড়ুন : Job News: জুনিয়র, সিনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, মন্ত্রিসভায় অনুমোদন! নবান্ন থেকে ঘোষণা মমতার