West Bengal BJP : পদ্মের রাজ্য কর্মসমিতিতে ঠাঁই বিক্ষুব্ধদের! এখনও ব্রাত্য রীতেশ, জয়প্রকাশরা?
BJP West Bengal: প্রতাপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়ন্তন বসু, রাহুল সিনহা, বিশ্বপ্রিয় রায়চৌধুরী - প্রত্যেকের নামই থাকছে কর্মসমিতিতে। কর্মসমিতিতে ঠাঁই পেয়েছেন রাজকমল পাঠকও। দলীয় সূত্র মারফত অন্তত তেমনটাই জানা গিয়েছে।
কলকাতা : দলীয় কোন্দল কি তাহলে এবার সামাল দিয়ে উঠছেন সুকান্ত মজুমদাররা (Sukanta Majumder)? দলীয় সূত্র মারফত অন্তত এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিজেপি (West Bengal BJP) সূত্রে জানা গিয়েছে, বিজেপির রাজ্য কর্মসমিতি (BJP Karyasamiti) প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। কর্মসমিতিতে ঠাঁই পাচ্ছেন বিক্ষুব্ধ নেতাদের প্রায় সকলেই। প্রতাপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়ন্তন বসু, রাহুল সিনহা, বিশ্বপ্রিয় রায়চৌধুরী – প্রত্যেকের নামই থাকছে কর্মসমিতিতে। কর্মসমিতিতে ঠাঁই পেয়েছেন রাজকমল পাঠকও। দলীয় সূত্র মারফত অন্তত তেমনটাই জানা গিয়েছে। অন্যদিকে পূর্ণাঙ্গ রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। সেখানেও অনেক তারকার নাম রয়েছে তালিকায়। থাকছেন, জ্যোতির্ময়ী সিকদার, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারীর মতো পরিচিত মুখ। তবে জয়প্রকাশ মজুমদার , রীতেশ মজুমদারদের রাজ্য কমিটিতে রাখা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ, এখনও পর্যন্ত যা খবর, তাতে ব্রাত্যই থাকছেন জয়প্রকাশ, রীতেশরা।
উল্লেখ্য, বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল বিগত কিছুদিন ধরেই স্পষ্ট। বিশেষ করে শান্তনু ঠাকুরের নেতৃত্বে সাম্প্রতিক অতীতে এক নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতির আগমন হয়েছে বাংলায়। চড়ুইভাতির রাজনীতি। বিগত কিছুদিন ধরেই শান্তনুর নেতৃত্বে বিক্ষুব্ধ বিজেপি নেতা ও কর্মীদের পিকনিক করতে দেখা গিয়েছে। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা না গেলেও, সেই পিকনিকে যে কোনও রাজনৈতিক চর্চা হয়নি – তা হয়তো মেনে নেওয়াটা একটু কঠিন। এমনকী বিক্ষুব্ধ নেতাদের মুখেও শোনা গিয়েছে – রাজনৈতিক নেতারা এক জায়গায় থাকলে রাজনীতি নিয়ে তো আলোচনা হবেই।
একদিকে যখন রাজ্য কমিটি এবং জেলা কমিটি ঘিরে বিজেপির অন্দরে অসন্তোষের পরিবেশ তৈরি হচ্ছিল, তখন সেই ক্ষতে প্রলেপ লাগাতে রীতেশ, জয়প্রকাশদের সাময়িক বরখাস্তের পথে হেঁটেছে বঙ্গ বিজেপি। কিন্তু তারপরেও বিক্ষোভের আঁচ কমেনি। এবার সেই বিক্ষোভ প্রশমিত করতে রাজ্য কর্মসমিতিতে জায়গা দেওয়া হচ্ছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, রাহুল সিনহা, বিশ্বপ্রিয় রায়চৌধুরীদের মতো বিক্ষুব্ধ নেতাদের।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা