BJP on Anubrata Mondal: ভিডিয়ো: ‘সিবিআইয়ের কথা শুনে শ্বাসকষ্ট তাঁর বেড়েছে, দাদা ভর্তি হয়েছে…’, ‘কেষ্ট কীর্তনে’ বিজেপি বিধায়করা

TV9 Bangla Digital

| Edited By: সায়নী জোয়ারদার

Updated on: Apr 06, 2022 | 4:25 PM

Anubrata Mondal: এদিন সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে লালবাতি লাগানো গাড়ি নিয়ে বের হন তিনি। কিন্তু আচমকাই নিজাম প্যালেসের কাছাকাছি গিয়ে অন্য পথ ধরে তাঁর গাড়ি।

অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি হতেই খোঁচা বিজেপির। সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা যখন কড়া ভাষায় এই ঘটনার সমালোচনা করেছেন, একেবারে গান বেঁধে বীরভূমের ‘কেষ্ট’কে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। গরু পাচারকাণ্ডে বুধবার সিবিআই তলব করেছিল অনুব্রতকে। এদিন সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে লালবাতি লাগানো গাড়ি নিয়ে বের হন তিনি। কিন্তু আচমকাই নিজাম প্যালেসের কাছাকাছি গিয়ে অন্য পথ ধরে তাঁর গাড়ি। এসএসকেএমের গেট দিয়ে গাড়ি সটান ঢুকে পড়ে ভিতরে। এরপর গন্তব্য হাসপাতালের উডবার্ন ব্লক। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট রয়েছে তাঁর। রক্তচাপও কিছুটা উপরে।

ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুব্রতর উডবার্নে ভর্তি হওয়া নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, অনুব্রত মণ্ডলের অসুখটা আসলে কী, সেটা তদন্ত করে দেখা দরকার। আগে অনুব্রত মাগুর মাছ বিক্রি করতেন, এখন চিনার পার্কে ফ্ল্যাট কিনেছেন। এত উন্নয়নের চাপেই অনুব্রত অসুস্থ হয়ে পড়েছেন বলে খোঁচা সুকান্ত মজুমদারের।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “তদন্তের মুখোমুখি হতে পারছেন না। ওনার কী রোগ, কী সমস্যা তা নিয়ে আমরা কোনও বিতর্কে যেতে চাই না। আমরা তাঁর সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করি। তবে এই যে সিবিআই ডাকলেই অসুস্থ হয়ে যাওয়া এটাও দেখা দরকার।”

আরও পড়ুন: Anubrata Mondal at Woodburn Block: উডবার্নে ভর্তি হওয়ার কিছু নিয়ম আছে, আদৌ মানলেন অনুব্রত?

আরও পড়ুন: Kunal Ghosh on Anubrata Mondal: ‘আমি নির্দোষ ছিলাম, তাই হাজিরা এড়াইনি’, অনুব্রত প্রসঙ্গে কী বলতে চাইলেন কুণাল

আরও পড়ুন : Anubrata Mondal In SSKM: শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, তবুও আইসিইউতে ভর্তি করিয়ে অক্সিজেন দেওয়ার ‘বায়না’ অনুব্রতর!

Published on: Apr 06, 2022 04:23 PM