Teacher Job: পরশুই নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন অনামিকা, হাইকোর্টের ‘গুঁতোয়’ পদক্ষেপ পর্ষদের

School Teacher Job: বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানাল, আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) অনামিকাকে নিয়োগপত্র দেওয়া হবে। দুপুর ২টোর সময় প্রয়োজনীয় নথি সহ পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট সেলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। অনামিকা-সহ মোট পাঁচজন চাকরিপ্রার্থী নিয়োগপত্র হাতে পাবেন।

Teacher Job: পরশুই নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন অনামিকা, হাইকোর্টের 'গুঁতোয়' পদক্ষেপ পর্ষদের
২০ সেপ্টেম্বর নিয়োগপত্র পাবেন অনামিকাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 7:18 PM

কলকাতা: গত মে মাসে ববিতা চাকরি হারিয়েছেন। সেই চাকরি অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। কিন্তু এখনও অনামিকার চাকরি না হওয়ায় সোমবার দুপুরেই অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানাল, আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) অনামিকাকে নিয়োগপত্র দেওয়া হবে। দুপুর ২টোর সময় প্রয়োজনীয় নথি সহ পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট সেলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। অনামিকা-সহ মোট পাঁচজন চাকরিপ্রার্থী নিয়োগপত্র হাতে পাবেন।

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হওয়ার পর, সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু, পরবর্তীতে ববিতার নম্বর-সমস্যার কারণে সেই চাকরি আবার বাতিল হয়। ববিতার খোয়ানো সেই পরেশ-কন্যার চাকরি শিলিগুড়ির অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেয় আদালত। হাইকোর্ট থেকে গত মে মাসে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, এতদিনেও অনামিকার চাকরি হয়নি। সেই নিয়ে আজ দুপুরেই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন। পর্ষদের যুক্তি ছিল, পুলিশ ভেরিফিকেশন না হওয়ার কারণেই নিয়োগপত্র দেওয়া যাচ্ছে না। সেই কারণে, আগামিকালই শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুপুর ১২টার মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আর এদিকে হাইকোর্টের সোমবারের ঘটনা-পরম্পরার পরপরই তড়িঘড়ি পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী পরশুই তাঁকে পর্ষদের অ্যাপমেন্টমেন্ট সেলে ডেকে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নথি-সহ দুপুর ২টোর সময় পর্ষদের অ্য়াপমেন্টমেন্ট সেলে আসতে বলে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।